সেই অক্ষর প্যাটেলের স্পিনবিষে ধুঁকছে ইংল্যান্ড

সেই অক্ষর প্যাটেলের স্পিনবিষে ধুঁকছে ইংল্যান্ড

খেলাধুলা

সপ্তাহজুড়ে পিচ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনার মধ্যেই আহমেদাবাদের সেই একই ভেন্যুতে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। এই টেস্টে নামার পর পরই অধিনায়কত্বের অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতের সর্বাধিক টেস্ট ম্যাচে অধিনায়কত্বের রেকর্ডে মহেন্দ্র সিং ধোনির পাশে নাম লেখালেন তিনি।

এমন রেকর্ড গড়ার টেস্টে কিছুটা হলেও কম চাপে রয়েছেন কোহলি। কারণ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমের ফাইনালে উঠতে ভারতকে এই ম্যাচে ড্র করলেই চলবে।  অন্যদিকে ইংল্যান্ড জিতলেও ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড এরইমধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

এমন লক্ষ্য নিয়ে মোতেরায় বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করছে ইংল্যান্ড। শুরুটা একেবারেই ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ওপেনার ডম সিবলিকে হারায় ইংল্যান্ড।  তৃতীয় টেস্ট জয়ের নায়ক সেই অক্ষর প্যাটেলের ঘূর্ণিতেই কুপোকাত সিবলি। ৬ বলে ২ রান করে আউট হন তিনি।

ইশান্ত শর্মার পেস আক্রমণ সামলে নিয়ে অক্ষরের পরের ওভারেই ধরাশায়ী আরেক ওপেনার জ্যাক ক্রলি। এবার অক্ষরের বলে মিড-অফে দাঁড়ানো মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ক্রলি। ৩০ বল মোকাবিলা করে ৯ রানে আউট হয়েছেন ক্রলি।

এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে নামেন অধিনায়ক জো রুট।  কিন্তু কিছুই করতে পারেননি অধিনায়ক। অক্ষরের স্পিনকে সামলে নিলেও সিরাজের পেসে পরাস্ত হন রুট। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে রুট জমা করতে পারেন মাত্র ৫ রান।

অর্থাৎ ৩০ রানেই প্রথমসারির ৩ উইকেট হাওয়া ইংল্যান্ডের।অবশ্য এরপর বেয়ারস্টো-স্টোকস জুটি বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠে মধ্যাহ্নবিরতিতে গেছে সফরকারীরা। এ জুটি এখন পর্যন্ত যোগ করেছে ৪৪ রান। ৬৪ বল খেলে ২৪ রানে অপরাজিত জনি বেয়ারস্টো। অলরাউন্ডার স্টোকসও করেছেন ২৪ রান। তবে বেয়ারস্টো থেকে ২৪ বল কম খেলেছেন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে ২৫.৩ বল খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৪ রান। ৯ ওভার বল করে ৩ মেডেনে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অক্ষর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *