রাজধানীতে অভিযান চালিয়ে ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৪)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীরর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধাকৃত মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)। তাদের কাছ থেকে মূর্তি ছাড়াও নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা চোরাকারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ মূর্তি বা নিদর্শন সংগ্রহ করে তা পাচার করত। তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করা হয়েছে।