সু কির দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল মিয়ানমার সেনাবাহিনী

সু কির দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিল মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক

মিয়ানমারে অং সান সু কির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির সদর দপ্তরে তল্লাশির নামে তছনছ করেছে দেশটির সেনাবাহিনী। এনএলডি জানিয়েছে, সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে। খবর বিবিসির।

এদিকে মঙ্গলবার নেপিদোতে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন অন্তত ৪ বিক্ষোভকারী। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিক্ষোভকারীদের সতর্ক করতে প্রথমে ফাকা গুলি ছোঁড়ে পুলিশ। এতে কাজ না হলে রাবার বুলেট ছোঁড়ে। যদিও আঘাতের ধরন দেখে তা আসল বুলেট ছিল বলে সন্দেহ করছেন চিকিসকরা।

মান্দালায়ে টিয়ার শেল ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। বিক্ষোভে সংঘর্ষে ৪ পুলিশ আহত হয়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। মঙ্গলবার মান্দালায়ে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করে ২০ হাজার মানুষ। মিয়ানমারের পুলিশের বিক্ষোভ দমনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *