টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা থেকে সুরক্ষিত থাকতে যার যখন সুযোগ আসবে তখনই তাকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যান। এসময় সাংবাদিকদের সামনে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমিসহ এ পর্যন্ত যারাই টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। তাদের কোনো অসুবিধা হয়নি। তাই টিকা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।