প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাম ‘ছক- দ্য মেজ’। এটি নির্মাণ করেছেন ‘সাপলুডু’খ্যাত নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
‘ছকের বাইরে, দুনিয়া নাইরে। সবাই ছকের পুতুল’ এমন স্লোগান নিয়ে সদ্য উন্মুক্ত হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। এতে দেখা যায়, পিস্তল হাতে আন্ডারওয়ার্ল্ডের ডনের লুকে বসে আছেন তাহসান। তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন স্পর্শিয়া। যার কোমরেও রয়েছে পিস্তল।
তিনিও যেন আঁকছেন ভিন্ন কোনো ছক। গল্পে যে অ্যাকশন ও থ্রিল জমে উঠবে, তা পোস্টার দেখে সহজেই বোঝা যাচ্ছে। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘এর গল্প সম্পর্কে এখনই কিছু বলছি না। শুধু বলবো, এটা পুরোপুরি ক্রাইম-থ্রিলারধর্মী কন্টেন্ট। এখানে রোমান্সের কোনো সুযোগ নেই। এর পরতে পরতে রহস্য আর উত্তেজনা লক্ষ্য করা যাবে। আন্ডারওয়ার্ল্ডের গল্পে দর্শকরা এক ভিন্ন তাহসানকে দেখবে। যেমনটা আগে কখনও দেখেনি।’
তাহসান-স্পর্শিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন দীপক সুমন, সজিব, প্রণীলসহ অনেকে।
জানা গেছে, লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত ‘ছক- দ্য মেজ’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিক অ্যাপে।