মালান-আমিরদের অধিনায়ক নাসির

মালান-আমিরদের অধিনায়ক নাসির

খেলাধুলা

ফিটনেসহীনতায় বাংলাদেশের ঘরোয়া দু’টি টুর্নামেন্টে জায়গা হয়নি নাসির হোসেনের। তবে টি-টেন লীগের চতুর্থ আসরে দল পেয়েছেন তিনি। পুনে ডেভিলসের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। এবার বড় চমক হয়ে আসলো দলটির হয়ে নাসিরের নেতৃত্ব দেয়ার সংবাদ। স্কোয়াডে ডেভিড মালান-মোহাম্মদ আমিরের মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকলেও বাংলাদেশি অলরাউন্ডারকেই দেয়া হয়েছে অধিনায়কত্বের গুরুভার।
উদ্বোধনী দিনই পুনে ডেভিলস তাদের প্রথম ম্যাচ খেলবে। আজ বৃহস্পতিবার আবুধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে ডেকার গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।পুনে ডেভিলসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করে টি-১০ লীগে তাদের স্কোয়াডটি প্রকাশ করা হয়।

দলটির আইকন ক্রিকেটার ডেভিড মালান। অনুমান করা হচ্ছিল, তিনিই হয়তো পাবেন অধিনায়কের দায়িত্ব। নাসির ছাড়াও একই দলে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মনির হোসেন খান।দলে রয়েছেন মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটের মতো তারকা ক্রিকেটাররা।

পুনে ডেভিলস স্কোয়াড: নাসির হোসেন (অধিনায়ক), ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *