ইসরায়েলে উড়ে গেল মার্কিন বোমারু বিমান

ইসরায়েলে উড়ে গেল মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক

ক্রমশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বাড়ছে। এমন অবস্থায় মার্কিন দুটি বি-৫২ বোমারু বিমান ইহুদিবাদী দেশ ইসরায়েলে অবতরণ করেছে। পারস্য উপসাগরের ওপর দিয়ে গিয়ে বিমান দুটি বিমানবন্দরে অবতরণ করেছে বলে ইসরেয়েলি দৈনিক ইয়েদিঅথের বরাতে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

ধারণা করা হচ্ছে মূলত ইরানকে উস্কানি দিতেই ঘনঘন পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিচ্ছে বিমানগুলো। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতার শেষ সময় এসে মধ্যপাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছেন বলে মত বিশ্লেষকদের।

সম্প্রতি সময়ে পঞ্চমবারের মতো মার্কিন এ বোমারু বিমান পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিল। এর আগে গত ৭ জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমানবহর এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে চতুর্থবারের মতো ওই দু’টি বি-৫২ বোমারু বিমান ইসরায়েল গিয়েছিল।

আসছে ২০ জানুয়ারি শপথ নেবেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রসিডেন্ট কমলা হ্যারিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *