এবার গায়কের ভূমিকায় দেখা গেল নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। আর সেটির ভিডিও পোস্ট করেছেন মিথিলা নিজেই। বহুবার ঘরোয়া আড্ডায় হারমোনিকা বাজাতে দেখা গিয়েছে পরিচালককে। তারই ধারাবাহিতায় গান গেয়ে মুগ্ধ করলেন সৃজিত।
আর এমন সুন্দর মুহূর্ত উঠে এসেছে মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়। স্থান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজিত হয়েছিল ‘সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা’ বলে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানেই গায়ক অনুপম রায়ের সঙ্গে গান গাইতে দেখা গেল পরিচালক সৃজিতকে।