পরিবেশ রক্ষায় গাড়িশূন্য নগরী গড়ছে সৌদি আরব

আন্তর্জাতিক
বিশ্বের শীর্ষ তেল রপ্তানীকারক দেশ সৌদি আরব। কিন্তু দেশটি রোববার পরিবেশ বান্ধব নতুন নগরী গড়ার ঘোষণা দিয়েছে। এ নগরী থাকবে গাড়িশূন্য, যেখানে কোন কার্বন নিঃস্বরণ ঘটবে না।
দেশটির বৃহৎ এনইওএম প্রকল্পের আওতায় নতুন এ নগরীর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার। এটি দৃষ্টিনন্দন লোহিত সাগর উপকূলে তৈরি করা হবে। এর কাজ শুরু হবে চলতি বছরের প্রথমার্ধে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘দ্য লাইন’ শিরোনামে এই নগরীর পরিকল্পনার উদ্বোধন করেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।
নগরীর আয়তন হবে ১৭০ কিলোমিটার। এতে বাস করা লোকের সংখ্যা হবে ১০ লাখ। নগরীতে গাড়ির ব্যবহার থাকবে না। তবে গণপরিবহন থাকবে। কিন্তু গণপরিবহনে ভ্রমণ ২০ মিনিটের বেশি হবে না।
নতুন এ প্রকল্পে তিন লাখ ৮০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ দেশটির জিডিপিতে চার হাজার আটশ কোটি মার্কিন ডলার যুক্ত হবে।
এনইওএম এর বিবৃতি থেকে এসব কথা জানা গেছে।বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *