সাঈদ খোকন: শত শত কোটি টাকা দুর্নীতি করছেন তাপস

বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরকে মানুষের বসবাসের আরো উপযোগী করে গড়ে তুলতে কঠোর অবস্থানের কথা ঘোষণা করে আসছেন ফজলে নূর তাপস।

সেই ঘোষণার অংশ হিসেবেই সম্প্রতি সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত শত শত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে আয়োজিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে যোগ দিয়ে তাপসের তীব্র সমালোচনা করেন সাঈদ খোকন।

sayeed taposhফজলে নূর তাপস (ডানে) ও সাঈদ খোকন

আজ শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই মানববন্ধনের আয়োজন করা হয় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে।

এতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, মেয়র ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে আসছেন, আসলে তিনি নিজেই একজন মহা দুর্নীতিবাজ।

সাঈদ খোকন বলেন, মেয়র তাপস সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তর করেছেন।

ইন্টারেস্ট যোগ হতে হতে সেই টাকা আরো ফুলেফেঁপে উঠেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই এই কাজটা করে আসছেন তিনি, অথচ টাকার অভাবে সিটি করপোরেশনের গরীব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না।

dscc logoবিনা নোটিশে বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ করে গরীব মানুষের পেটে লাথি মেরেছেন মেয়র তাপস।

অন্যদিকে অবৈধভাবে নিজে শত শত কোটি টাকা পকেটে পুরছেন। এসব করে মেয়রের চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।

আল্লাহর পরে আশা-ভরসার শেষ স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়গুলো জানিয়ে রাখলাম।’ যোগ করেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *