ওয়েস্কার মাঠে ঘাম ঝরানো জয় বার্সার

ওয়েস্কার মাঠে ঘাম ঝরানো জয় বার্সার

খেলাধুলা

স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার একদম শেষ দল ওয়েস্কাকে হারাতে ঘাম ঝরেছে বার্সেলোনার। রবিবার রাতে ১-০ গোলে জিতেছে দলটি।

প্রথমার্ধে লিওনেল মেসির সহযোগিতায় একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।

চোট কাটিয়ে ফেরা মেসি বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন। গোল মিসের মহড়ায় তার সঙ্গে যোগ দেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও।

অনেক চেষ্টার পর ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে ছোট ডি-বক্সের মুখে বাড়ানো মেসির দারুণ ক্রসে লাফিয়ে দেওয়া টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ডি ইয়ং।

শুরু থেকে অনেকগুলো সুযোগ নষ্ট করা মেসির ৬৯তম মিনিটের জোরালো শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭৭তম মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফের্নান্দেস।

গত মঙ্গলবার এইবারের বিপক্ষে ঘরের মাঠে ড্র করা বার্সেলোনা লিগে শেষ চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয় পেল। আসরে তাদের জয় আটটি। সঙ্গে চার ড্রয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।

দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ।

১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *