দুই করোনা টিকার অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ডিসিজিআই) রবিবার বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ ও সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
ডিসিজিআই জানিয়েছে, কোভিশিল্ড ৭০ শতাংশেরও বেশি নিরাপদ। দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই দেশ জুড়ে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে।
এর আগে সিরাম জানিয়েছিল, ২০২১ সালের জুলাই মাসের মধ্যে কেন্দ্র বড়সড় বিনিয়োগ করতে পারে করোনা প্রতিরোধে। ৩০০-৪০০ মিলিয়ন কোভিশিল্ড ডোজ কিনতে পারে কেন্দ্র সরকার।
করোনা ভ্যাকসিনের অনুমোদনের ব্যাপক প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইট বার্তায় মোদি বলেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয় যে যে দুইটি করোনার টিকা অনুমোদন দেওয়া হয়েছে তা ভারত থেকে তৈরি।
দেশটিতে এখন পর্যন্ত এক কোটি তিন লাখ ২৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে মারা গেছে এক লাখ ৪৯ হাজার ৪৩৫ জন। বর্তমানে দেশটিতে করোনার প্রকোপ কমেছে।