এক বছর পর আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজ, মুক্তি পেল ট্রেলার

আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজ মুক্তি পেল ট্রেলার

বিনোদন

সাতের দশকের অশান্ত সময়। আগুন জ্বলছে বাংলা জুড়ে। একদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, শরণার্থী সমস্যা। অন্যদিকে নকশাল আন্দোলনের স্লোগান ‘সত্তরের দশক মুক্তির দশক’। সব মিলিয়ে ভরপুর রাজনৈতিক পরিস্থিতি। সেই সময়েই কলকাতার এক ধনী ব্যবসায়ীর বাড়িতে দুর্ঘটনায় মারা গেলেন এক শরণার্থী যুবতী।

হিনা মল্লিক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অজিতের ভাষায় যাঁর ‘দেহে ভরা যৌবনের উচ্ছলিত প্রগলভতা’। আবার গল্পের পরতে পরতে সেই প্রগলভতার পিছনেই খোঁজ মেলে রহস্যের। সব মিলিয়ে ব্যোমকেশের কাহিনীর সিরিজের অন্যতম রাজনৈতিক প্রেক্ষাপটের থ্রিলার মগ্ন মৈনাক। যা সিনেমার পর্দা ঘুরে এ বার ওয়েবসিরিজে। ঘোষণা আগেই হয়েছিল। নতুন বছরের প্রথম রবিবার মুক্তি পেল তার ট্রেলার।

ট্রেলারের শুরুতেই চমক। অজিতের ‘যৌবন উচ্ছলিত প্রগলভা’ হিনা মল্লিক এখানে ভোল বদলে হয়ে যান ‘সেক্সি লেডি’। এর আগে ব্যোমকেশ সিরিজে এহেন শব্ধবন্ধ ব্যবহার হয়েছে বলে মনে হয় না। অথচ গল্পের নেংটি দত্ত, যিনি লেখকের বর্ণনায় ‘এঁচড়ে পাকা’ ও ‘ব্যোমকেশের আস্কারা পেতে অভ্যস্ত’ তিনি ওয়েব সিরিজে অবলীলায় উচ্চারণ করেন শব্দ দু’টি। তারপরই ব্যোমকেশকে তাঁর প্রস্তাব, খারাপ কিছু হলে তো ‘ভালই হয় বলুন! দু’পয়সা কামাতে পারবেন’। ঠান্ডা গলায় ব্যোমকেশেরও জবাব ‘তা পারব।

অর্থাৎ ব্যোমকেশও এই ছবিতে পুরোদস্তুর পেশাদার। সত্যান্বেষণ তার প্রয়োজন তো বটেই তবে তার সঙ্গে লক্ষ্মীকেও পায়ে ঠেলতেও চান না তিনি।অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজের এই ষষ্ঠ পর্ব। ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও পরিচালক সৌমিক হালদারের পুরনো জুটি। অজিত, সুপ্রভাত দাস। হিনা মল্লিক দর্শনা বণিক ও সত্যবতীর ভূমিকায় ঋদ্ধিমা। আসল কাহিনীতে অবশ্য সত্যবতী ছিল না।

কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পাওয়া মগ্ন মৈনাক সিনেমাতেও রাখা হয়নি সত্যবতীর চরিত্রটিকে। তবে ওয়েবসিরিজের ব্যোমকেশের ট্রেলারে ‘সত্যবতী’ ঋদ্ধিমাকে বলতে শোনা যায় ‘হিনা মেয়েটিকে ভীষণ রহস্যময়ী মনে হয়’। বা ট্রেলারের শেষে ব্যোমকেশের গলা জড়িয়ে আসল মগ্ন মৈনাক কে তা জানতে চান ব্যোমকেশের সত্য। অর্থাৎ আগের ওয়েব সিরিজগুলির মতো এখানেও পাওয়া যাবে প্রেমিক ব্যোমকেশকে। ট্রেলারে ব্যোমকেশকেও দেখা যায় অনেক ধীর স্থির। পরিপাটি চুল, ঝকঝকে চোয়ালের দাড়ি কামানো অবতারে। ‘সেক্সি লেডি’ হিনা মল্লিক দর্শনাও বেশ লাস্যময়ীই।

ঠিক এক বছর আগে ২০২০-সালের ১০ জানুয়ারি মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ওয়েব সিরিজের পঞ্চম পর্ব। খুঁজি খুঁজি নারি ও তেতাল্লিশের মন্বন্তরকে একসঙ্গে মিলিয়েছিলেন পরিচালক সৌমিক হালদার। এ বার অবশ্য শুধু মগ্ন মৈনাক গল্পটি নিয়েই পরিচালক কাজ করেছেন বলে ইঙ্গিত ট্রেলারে। ৮ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েবসিরিজটি

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজের এই ষষ্ঠ পর্ব। ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও পরিচালক সৌমিক হালদারের পুরনো জুটি। অজিত, সুপ্রভাত দাস। হিনা মল্লিক দর্শনা বণিক ও সত্যবতীর ভূমিকায় ঋদ্ধিমা। আসল কাহিনীতে অবশ্য সত্যবতী ছিল না।

কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পাওয়া মগ্ন মৈনাক সিনেমাতেও রাখা হয়নি সত্যবতীর চরিত্রটিকে। তবে ওয়েবসিরিজের ব্যোমকেশের ট্রেলারে ‘সত্যবতী’ ঋদ্ধিমাকে বলতে শোনা যায় ‘হিনা মেয়েটিকে ভীষণ রহস্যময়ী মনে হয়’। বা ট্রেলারের শেষে ব্যোমকেশের গলা জড়িয়ে আসল মগ্ন মৈনাক কে তা জানতে চান ব্যোমকেশের সত্য। অর্থাৎ আগের ওয়েব সিরিজগুলির মতো এখানেও পাওয়া যাবে প্রেমিক ব্যোমকেশকে। ট্রেলারে ব্যোমকেশকেও দেখা যায় অনেক ধীর স্থির। পরিপাটি চুল, ঝকঝকে চোয়ালের দাড়ি কামানো অবতারে। ‘সেক্সি লেডি’ হিনা মল্লিক দর্শনাও বেশ লাস্যময়ীই।

ঠিক এক বছর আগে ২০২০-সালের ১০ জানুয়ারি মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ওয়েব সিরিজের পঞ্চম পর্ব। খুঁজি খুঁজি নারি ও তেতাল্লিশের মন্বন্তরকে একসঙ্গে মিলিয়েছিলেন পরিচালক সৌমিক হালদার। এ বার অবশ্য শুধু মগ্ন মৈনাক গল্পটি নিয়েই পরিচালক কাজ করেছেন বলে ইঙ্গিত ট্রেলারে। ৮ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েবসিরিজটি।

সুত্র  ঃ  আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *