পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
গত কয়েক সপ্তাহে দেশটিতে পেঁয়াজের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সেপ্টেম্বরে দেশটির স্থানীয় বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি।
ভারতে ভয়াবহ বন্যায় পেঁয়াজের অনেক আবাদি জমি তলিয়ে যাওয়ার পরই ওই নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার।