শিল্পকলায় আব্দুল কাদেরকে শেষ শ্রদ্ধা

বিনোদন

শেষ শ্রদ্ধা জানানো হলো ‘বদি’ খ্যাত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিকেল ৩ টা নাগাদ মরদেহ নেয়া হলে তার সহকর্মী ও সকল শ্রেণীর মানষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী,   পরিচালক এস এ হক অলিক সহ অনেকেই।

শিল্পকলায় আব্দুল কাদেরের শ্রদ্ধার আয়োজন শেষ হয় ৪টা ৫ মিনিটে। সেখান থেকে তার মরদেহ নেয়া হচ্ছে রাজধানীর বনানী কবরস্থানে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে এই অভিনেতাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে। এভারকেয়ার হাসপাতালে আজ সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *