বাইডেনের মন্ত্রিসভায় আদিবাসী

আন্তর্জাতিক

এশিয়ান, কৃষ্ণাঙ্গ, নারী…মন্ত্রিসভা কিংবা উচ্চ পর্যায়ে বিভিন্ন বিভাগে এভাবেই বৈচিত্র্য এনে চলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আরেক চমক দেখাতে চলেছেন তিনি। ইন্টেরিয়র সেক্রেটারি হিসেবে একজন আদিবাসীর নাম ঘোষণা করতে চলেছেন তিনি। সব ঠিক থাকলে কংগ্রেস নেত্রী ডেব হাল্যান্ড হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী (ন্যাটিভ আমেরিকান) কেবিনেট সদস্য।

সরকারি জমিজমা দেখভালের দায়িত্ব পালন করে ইন্টেরিয়র মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনা ছাড়াও ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, ভৌগোলিক জরিপ আর ন্যাশনাল পার্ক সার্ভিস এ মন্ত্রণালয়ের অধীনে। ইন্ডিয়ান অ্যাফেয়ার্স মূলত আদিবাসী সম্প্রদায়কেন্দ্রিক।

ন্যাটিভ অধিকারকর্মী ও প্রগতিশীল ডেমোক্র্যাটরা কিছুদিন ধরেই নিউ মেক্সিকোর এই আইনপ্রণেতার মনোনয়ন নিয়ে বাইডেনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তাদের দাবি আলোর মুখ দেখতে চলেছে।

৬০ বছর বয়সী হাল্যান্ডের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস লিখেছে, বাইডেন-হ্যারিসের জলবায়ু এজেন্ডাকে সামনে এগিয়ে নেয়া, ট্রাম্প কর্তৃক সরকারের সঙ্গে আদিবাসীদের ভাঙন ধরানো সম্পর্কটা আবারো জোড়া লাগানো এবং পরিশেষে আমাদের দেশের ইতিহাসে প্রথম ন্যাটিভ আমেরিকান হিসেবে কেবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা হবে আমার জন্য অনেক বড় সম্মানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *