করোনা বাড়ায় কঠোর লকডাউনে জার্মানি

আন্তর্জাতিক

জার্মানিতে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে অত্যাবশ্যকীয় দোকানপাট ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসি।

জার্মানিতে বড়দিনের উৎসব ঘিরে ডিসেম্বর মাসজুড়ে ব্যবসা-বাণিজ্য তুঙ্গে থাকে। আপনজনদের উপহার দিতে অনেকেই এ সময় কেনাকাটা করেন। শহরের কেন্দ্র ও দোকানপাটে এ সময় উপচে পড়া ভিড় থাকে। এ ছাড়া জার্মানিতে এখনো স্কুল ও কিন্ডারগার্টেন খোলা রয়েছে। দোকানপাট ও স্কুলে মাস্ক পরা অত্যাবশ্যকীয় হলেও করোনার সংক্রমণ সেখানে থামছে না। জার্মানির গবেষকেরা বলছেন, শিশুরা ভাইরাসটি বয়স্কদের মধ্যে ছড়ানোর মাধ্যম হিসেবে কাজ করছে।

সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে। নতুন লকডাউন আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে। জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে মার্কেল এই ঘোষণা দেন। দেশটিতে নভেম্বর থেকেই রেস্টুরেন্ট, বার ও অবকাশ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এছাড়া কিছু অঞ্চলের কর্তৃপক্ষ নিজেরাই লকডাউন আরোপ করেছে।

নতুন আরোপিত জাতীয় লকডাউনের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্র্যব্যের প্রতিষ্ঠান যেমন খাবারের দোকান, ব্যাংক খোলা থাকবে। তবে হেয়ার সেলুন বন্ধ থাকবে। কর্মীদের বাসা থেকে কাজ করানোর আহ্বান জানানো হয়েছে কোম্পানিগুলোর প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *