এবার মার্শাল দ্বীপপুঞ্জে শনাক্ত হলো করোনা আক্রান্ত রোগী

আন্তর্জাতিক

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর কয়েক মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসটি বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। বিশ্বের হাতেগোনা যে কয়েকটি স্থানে এতদিন করোনা রোগী শনাক্ত হয়নি তার মধ্যে একটি ছিল ওশেনিয়া মহাদেশের মার্শাল দ্বীপপুঞ্জ। তবে অবশেষে সেখানেও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার মার্শাল দ্বীপপুঞ্জ সরকারের পক্ষ থেকে জানানো হয় , যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে কাজ করা দুই কর্মীর দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী (৩৫) এবং অপরজন পুরুষ (৪৬) । তারা গত মঙ্গলবার হাওয়াই থেকে মার্শাল আইল্যান্ডে এসেছিলেন। তবে সামরিক ফ্লাইটে ওই দুজন মার্শাল আইল্যান্ডে পৌঁছানোর পরপরই তাদের আইসোলেশনে রাখা হয়।গত মার্চে করোনা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার পর থেকেই সীমান্ত বন্ধ রেখেছিল মার্শাল আইল্যান্ড। ওশেনিয়া মহাদেশের কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, টঙ্গা, টুভালু এবং ভানুয়াতু এখনো করোনামুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *