ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং আর নেই

আন্তর্জাতিক

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা যশোবন্ত সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ রোববার (২৭শে সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। রোববার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করে এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশের সেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর সরকারে তিনি অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমি শোকাহত। ’

ভারতের সেনাবাহিনীর সাবেক মেজর যশোবন্ত সিং বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *