জৈব সুরক্ষা নিয়ম ভাঙলেন পাকিস্তানি ৯ ক্রিকেটার

খেলাধুলা

করোনা পরবর্তী সময়ে ধীরে ধীরে মাঠে খেলা ফিরছে। বিভিন্ন নিয়ম মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন হচ্ছে ম্যাচ। জৈব সুরক্ষা বলয়ে করোনা রিপোর্ট নেগেটিভ এলেই খেলতে নামতে পারেন ক্রিকেটাররা। তাই জৈব সুরক্ষা বলয়ের গুকরোনার মধ্যে পাকিস্তানে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নয়জন খেলোয়াড় ও তিনজন কর্মকর্তা জৈব সুরক্ষা নিয়ম ভেঙেছেন। তাঁদের বিপক্ষে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করেছে বোর্ড।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, জৈব সুরক্ষা নিয়ম ভাঙায় আপাতত তাঁদের মৌখিকভাবে সতর্ক করেছে পিসিবি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আর ছাড় পাবেন না তাঁরা।

রাওয়ালপিন্ডিতে টিম হোটেল ও স্টেডিয়ামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে শুরু হয় টুর্নামেন্ট। সেই নিয়ম ভাঙেন ক্রিকেটার ও কর্মকর্তারা। পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক নাদিম খান এ ব্যাপারে বলেন, ‘এবার তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। পিসিবি হতাশ সিনিয়র ক্রিকেটার ও কর্মকর্তারা জৈব-সুরক্ষা নিয়ম ভেঙেছেন। তাঁরা সবার স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন।’

জৈব সুরক্ষা নিয়ম ভাঙা ক্রিকেটার ও কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে পিসিবি ঘোষণা না করলেও সূত্রে খবর-মোহাম্মদ হাফিজ, ইয়াসির শাহ, খুররম মঞ্জুর, কামরান আকমল, সোহেল খান, ফখর জামান, ইমাম-উল-হক, আনোয়ার আলী ও উসমান খান শিনওয়ারি।

আর তিন কর্মকর্তা হলেন- বাসিত আলী, আব্দুল রাজ্জাক ও রশিদ খান।রুত্বটা অনেকখানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *