দুর্গাপূজাকে সামনে রেখে আবারো সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ জাল টাকা তৈরির অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। এসময় নকল টাকা তৈরির সরঞ্জামসহ প্রায় অর্ধ কোটি জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল আহসান।
