গণতন্ত্র শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবে প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে গণফোরামকে সংগঠিত করার আহŸান জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবে দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে তিনি বলেন, দেশে গণতন্ত্র কার্যকর করতে হবে। মানুষকে তার অধিকার ভোগের সুযোগ দিতে হবে। ১২ মার্চ কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠনের পর গণফোরামের এটিই প্রথম সভা। এতে আহবায়ক কমিটির ৭০ সদস্যসহ ১৩০ জন প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সদস্য মোকাব্বির খান।
