logo
youtube logotwitter logofacebook logo

সারপ্রাইজ

টেলিফিল্ম ‘কান পেতে রই’ - image

টেলিফিল্ম ‘কান পেতে রই’

25 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৬ জানুয়ারি) রাত ১০.৫৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কান পেতে রই’। মাতিয়া বানু শুকু’র রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন রিয়াজ ও মেহজাবিন। টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑফয়সাল একটা প্রাইভেট কোম্পানীতে ভালো চাকরী করে। তার মা চিন্তিত ছেলেকে নিয়ে, কারণ ফয়সালের কাছের বন্ধুরা সবাই বিয়ে করে পুরোদস্তুর সংসারী, তার ছেলে নাকি এখনও পছন্দ করার মত পাত্রী খুজে পাচ্ছে না। ছেলের পছন্দের স্মার্ট পাত্রী মা খুজে দিতে পারছে না। ফয়সাল আর্লী রাইজার। রোজ সকালে নিজে ড্র্রাইভ করে আফিসে যায়। জ্যামের শহরে রাস্তায় বসে রোজ, ‘হ্যালো ঢাকা” অনুষ্ঠানটি শুনতে শুনতে একধরনের নেশা হয়ে গেছে। বা প্রেম হয়ে গেছে বলা ভালো। কারণ অনুষ্ঠানটি যিনি এ্যংকর জারা জাফরিন, তার কন্ঠের মাদকতা উপেক্ষা করার ক্ষমতা ফয়সালের দিন দিন কমে যাচ্ছে। সে এখন রেগুলার শ্রোতা এবং জারাকে রেগুলার এই ভক্তের এস এমএস পড়তে হয় ফোন কলের এন্সার করতে হয়। একদিন আফিসে যাবার পথে ফয়সালের মনে হয় তার প্রেম হয়েছে জারার জন্য। যে প্ল্যান করে আজই জারার আফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে। একতোড়া গোলাপ হাতে নিয়ে ফয়সাল জারার আফিসের সামনে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। তার ফোন কলের এন্সার দিতে দিতে যে বেরিয়ে আছে সেই জারা হুইল চেয়ারে বসা। থেমে যায় ফয়সালেরর পা। সে জারার সাথে দেখা না করে ফিরে আসে। সপ্তাহ দুয়েকের বিশাল বিরতিতে ফয়সাল, জারার সাথে প্রেম করা উচিত হবে কি হবে না, হেড-টেল টেষ্ট করতে করতে ক্লান্ত হয়ে উপলব্ধি করে তার জারার জন্য সত্যিই প্রেম হয়েছে, হোক সে পঙ্গু। ফয়সাল জারার সাথে দেখা করে প্রেমের প্রস্তাব দেয়। জারা এতো সহজে বিগলিত হবার মেয়ে না। তার প্রশ্নবাণে জর্জরিত ফয়সাল বুঝতে পারে এই প্রেম সম্ভব না। তাছাড়া জারা স্পষ্ট করে জানিয়েছে, সে প্রেম বিয়ে করে নিজের ভবিষ্যৎ নস্ট করবে না। বরং তার স্কলারশীপ হয়ে গেছে অস্ট্রেলিয়ায় সে সেখানে চলে যাবে আগামী মাসে। ফয়সালের প্রেম হলে তার সাথে যেতে পারে। ফয়সাল পণ করেছে সে কিছুতেই যাবে না দেশ ছেড়ে। কাজেই ফলাফল শুন্য, জারা আর ফয়সালের প্রেম হচ্ছে না। এরমধ্যে একদিন ফয়সালের বস তাকে ডেকে জানায়, সামনের মাস থেকে তাকে অস্ট্রেলিয়ার ব্রাঞ্চে বসতে হবে। ফয়সার জারার সাথে দেখা করে জানায় সে যাচ্ছে জারার সাথে। জারা খুশি হয়। ফয়সাল জানায়, যাচ্ছে চাকরী সুত্রে। কারণ দেশ আর মাকে ছেড়ে সে দুরে থাকতে পারবে না বেশীদিন। জারা বলে, সে বিদেশে পড়তে যাচ্ছে সেটল হতে না। তাছাড়া অস্ট্রেলিয়ায় বসে গুড মর্নিং ঢাকা বলা সম্ভব না। সে ঢাকার মেয়ে। নিজ শহরের প্রেমে সে দেশে ফিরে আসবেই। এবারে ফয়সাল খুশি হয়, অস্ট্রেলিয়ায় বসেও সে জারার কন্ঠের ‘গুড মর্নিং ঢাকা’ মিস করতে চায় না। মানে জারাকেই মিস করতে চায় না।

জানুয়ারি ২৫, ২০১৭
বিশেষ নাটক ‘সুপার মুন’ - image

বিশেষ নাটক ‘সুপার মুন’

13 এপ্রিল 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৪ এপ্রিল) রাত ৭.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সুপার মুন’। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয়ে উর্মিলা, ইরফান সাজ্জাদ, এস এন জনি, হাজী উজ্জ্বল প্রমুখ। রাফেত সাহেব ঢাকার বিখ্যাত বিজনেস ম্যান। সপ্তাহ খানেক আগেই অসম্ভব সুন্দরী ইরার সাথে তার বিয়ে হয়েছে। সেই সুবাদেই হানিমুনের জন্য রিসোর্টে আসা। তবে আসার পর থেকেই রাফেতের কাছ থেকে একের পর এক সারপ্রাইজ পেয়ে যাচ্ছেন ইরা। এই ধরুন ইরার সাত বছর বয়সের ফোকলা দেতো ছবি অথবা ইরার ছোট্ট বেলার মাটির পুতুল। সুইমিং পুলে ভাসতে থাকা বাক্সে নতুন হীরার আংটি। বলতে গেলে চমকের উপর চমক তবে সব চেয়ে বড় চমক হিসেবে হাজির হয় ড্যাভিড। কবি গোছের মানুষটি পথ হারিয়ে মাঝ রাতে হাজির হয় রাফেতের দরজায়। ইরার প্রচন্ড বারন স্বত্ত্বেও ড্যাভিড স্থান পায় তাদেরই পাশের ঘরে। এরপর সকালের নাস্তা, নির্জন গাছের নীচে অথবা হস্যোজ্জল আড্ডায় ড্যাভিড পুরোটাই মিশে যায় রাফেতের সাথে। ফলে বিরক্ত হয়েই স্বভাব কবির সাথে খারাপ ব্যাবহার করতে থাকেন ইরা। ড্যাভিড সব কিছু মাথা পেতে নিয়েই অযাচিত অতিথির মতো মিলেমিশে থাকতে লাগে। মাঝে মাঝে রাফেতের সাথে ঘনিষ্ট আড্ডায় প্রাগৈতিহাসিক কবিতাও শোনাতে থাকে। ইরা প্রচন্ড বিরক্ত হয়ে মনে মনে জ্বলতে থাকে। অতঃপর আবিষ্ট হয় মহা প্রলয়ের রাত। বিছানার পাশে রাখা গ্লাশ থেকে পানিটা খেয়েই চমকে ওঠেন রাফেত। প্রচন্ড কষ্টে গলা ধরে ছটফট করতে থাকেন তিনি এমন সময় অট্টহাসিতে হাজির হয় ড্যাভিড। এরপরেই শুরু হয় নাটকীয়তা।

এপ্রিল ১৩, ২০১৭
চাঁদরাতে জেমসের নতুন গান - image

চাঁদরাতে জেমসের নতুন গান

15 এপ্রিল 2023, বিকাল 6:00

এবার ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নগর বাউল জেমস। তার গান মানেই যেন ভক্তদের অন্যরকম উন্মাদনা।ফেসবুক ও বসুন্ধরা ডিজিটালের চ্যানেলে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। তবে, নতুন এ গানের শিরোনাম কিংবা কে লিখেছেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গানের নাম ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে বলে জানান জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি বলেন, ‘গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারও। আশা করি, জেমসভক্তরা গানটি গ্রহণ করবেন।’ এর আগে সর্বশেষ গেল বছরের চাঁদরাতে প্রকাশ পেয়েছিল তার ‘আই লাভ ইউ’ গানটি। নতুন এই গান্টিও এবারের চাঁদরাতে প্রকাশ পাবে।

এপ্রিল ১৫, ২০২৩
আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ-রণবীর - image

আরিয়ানের ওয়েব সিরিজে শাহরুখ-রণবীর

19 মে 2023, বিকাল 6:00

আরিয়ান খান জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। তবে এবার বাবার মতো আরিয়ান এবার বলিউডের দিকে ঝুঁকছেন। অভিনয় নয়, বরং পরিচালনা দিয়েই বলিউডে হাতেখড়ি করতে যাচ্ছেন আরিয়ান। ওয়েব সিরিজ পরিচালনা করবেন শাহরুখ পুত্র। যেখানে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকেও। তবে ক্যামিও চরিত্রে। আগামী ২৭ মে থেকে শুরু হবে ওয়েব সিরিজ শুটিংয়ের কাজ। ৬ এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে দুই এলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়। আরিয়ান বরাবরই তাঁর পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। আরিয়ান নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর স্ক্রিপ্ট তৈরির কাজ। আরিয়ান সম্পর্কে নেটিজেনদের এবার তারই উত্তর মিলল। সুহানা খান ইতোমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করেছেন। তবে শত চেষ্টাতেও আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পিছনে কাজ করতে চান। শাহরুখ খান যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তাঁর আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ছেলের পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পারেননি কিং খান।তিনি লিখেছেন, ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। বাবার কমেন্ট দেখা মাত্রই আরিয়ান প্রকাশ্যেই আবদার করে বসেছিলেন, তিনিও অপেক্ষায় থাকবেন, কবে তাঁর বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। ছেলের আবদার শুনেও মুখ বুঁজে থাকলেন না শাহরুখ। পাল্টা জানালেন, ‘তিনি যেন শুটিং শিডিউল সকালে না দুপুরে রাখেন, তবেই সম্ভব’।

মে ১৯, ২০২৩
আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা - image

আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

26 জুন 2024, বিকাল 6:00

সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই নামে প্রোটিয়ারা। কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। তার ওপর এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের বে সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান।  সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা নিয়েই টিভিসেটের সামনে বসেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ঘটনা যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়েই দিয়েছে আফগানিস্তানকে। লো-স্কোরিং ম্যাচে মার্কো জানসেন আর তাবরাইজ শামসিদের বোলিং তোপে আফগানিস্তান অলআউট হয়েছে মোটে ৫৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৫ রানের মাথায় কুইন্টন ডি কক আউট হলেও তাতে বিপদ বাড়েনি প্রোটিয়াদের। হেসেখেলেই নির্ধারিত লক্ষ্যে গিয়েছে তারা। ৯ উইকেটের এক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে গেল প্রোটিয়ারা। লক্ষ্য কেবল ৫৭ রান। এমন অবস্থায় রান তাড়া করতে খুব একটা ঝুঁকি নেয়নি প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। শুরুতে ডি কক ফিরে গিয়েছিলেন ফজলহক ফারুকির দারুণ এক ইনসুইং ডেলিভারিতে। ক্ষণিকের জন্য সেটা স্বস্তি দিয়েছিল রশিদ খানদের। এরপরেই এইডেন মার্করামকেও ফেরাতে পারত তারা। তবে মার্করামের ব্যাট ছুঁয়ে গুরবাজের হাতে বল জমা পড়লেও রিভিউ নেয়নি তারা। আফগানিস্তান ম্যাচে সুযোগ পেয়েছে ওই পর্যন্তই। এরপর থেকে আর কোনোপ্রকার ভুল করেননি মার্করাম এবং রিজা হেন্ড্রিকস। দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তুলে দেয় যেকোনো বিশ্বকাপের ফাইনালে। নিজেদের ৮ম সেমিফাইনাল ম্যাচে এসে এমন সাফল্য পেল প্রোটিয়ারা। ৬৭ বল বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করল তারা। ম্যাচের ভাগ্যটা অবশ্য লেখা হয়ে গিয়েছিল আফগানিস্তানের প্রথম ইনিংসের পরেই। আরও স্পষ্ট করে বললে ইনিংসের প্রথম ৬ ওভারে। বিশ্বকাপের পুরোটা জুড়েই ছিল বোলারদের আধিপত্য। সেমিফাইনালে আরও একবার দেখা গেল তা। পাওয়ারপ্লেতেই আফগানিস্তান হারালো ৫ উইকেট। বিশ্বকাপে এর আগে এমন বিপর্যয় দেখেছিল কেবল উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং আয়ারল্যান্ড। প্রথম ওভারে গুরবাজ, তৃতীয় ওভারে গুলবাদিন নাইবকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেছিলেন মার্কো জানসেন। চতুর্থ ওভারে কাগিসো রাবাদা ফেরান মোহাম্মদ নবী আর ইব্রাহিম জাদরানকে। আফগানিস্তানের হারের শুরুটা হয়ে যায় সেখান থেকেই। পাওয়ারপ্লেতে আর কিছুই করা হয়নি তাদের। ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাই ফিরলে একপ্রকার শেষই হয়ে আফগানিস্তানের ফাইনালের স্বপ্ন। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি আফগানদের। ৫০ রানের মাথায় পতন ঘটে আরও ৩ উইকেটের। শেষ পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জা নিয়ে মাত্র ৫৬ রানেই অলআউট হতে হয় আফগানিস্তানকে। পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে এসেছিল আজ। আর সেখানেই দেখতে ক্রিকেটের নির্মমতার চিত্র।

জুন ২৬, ২০২৪
রায়হান রাফীর সঙ্গে প্রেম ছিল কী না, জানালেন তমা মির্জা - image

রায়হান রাফীর সঙ্গে প্রেম ছিল কী না, জানালেন তমা মির্জা

20 সেপ্টেম্বর 2024, বিকাল 6:00

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম প্রকাশ্যে চললেও সেই সম্পর্ককে শুধু ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই আখ্যা দিতেন তারা। কিন্তু তাদের সেই ‘ওপেন সিক্রেট’ রসায়নের যে অবনতি ঘটেছে! রাফীর দাবি, তাদের মধ্য আগে যে সম্পর্কটি ছিল, সেটি এখন নেই। তবে একটি সম্পর্ক রয়েছে, যেটি শুধু বন্ধুত্ব। একটা সময় এই দুই তারকাকে একসঙ্গে লেগে থাকতে দেখা যেত। একে অন্যের পাশে থাকা, একসঙ্গে বিভিন্ন সারপ্রাইজের আয়োজন করা, বিশেষ দিনগুলোতে পরস্পরকে শুভকামনা জানানো, এমনকি একসঙ্গে বেড়াতেও যেতেন রাফী-তমা। এসব তো আর ভক্ত-অনুরাগীদের নজর এড়াতে পারেনি। রাফী-তমার সম্পর্কের বিষয়টি খোলাসা করতে সম্প্রতি ভারতের একটি বাংলা গণমাধ্যম উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে। এতে রায়হান রাফীর সাড়া না মিললেও এই সম্পর্ক নিয়ে আলাপচারিতায় মশগুল হন তমা মির্জা। উলটো একরকম প্রশ্নই রাখলেন তিনি। রায়হানের সঙ্গে কী আদৌ প্রেম ছিল তার? কারণ, রায়হানের সঙ্গে প্রেম ছিল- এমন কথা অন্তত কোনোদিনই বলেননি তমা। সেখানে প্রেমে ছিলেন কী না- এমন কথা তো প্রশ্নেই আসে না। তমার বক্তব্য, ‘বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।’ রাফী যে দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কথার প্রেক্ষিতে সুর চড়ান তমা। বোঝাতে চাইলেন, সেই বন্ধুত্বও নাকি নেই! তমার জবাব, ‘ভালবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’ যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে, রায়হানের পরিচালনায় আগামীতে কাজ করবেন কী না তমা। তবে মুখে কুলুপ আটেননি। বললেন, ‘আমিও পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব— সেটাও পারব না।’ শেষে বলেন, ‘আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।’ উল্লেখ্য, মাসখানেক আগেই অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্‌যাপন করো।’ রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’ প্রসঙ্গত, রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

সেপ্টেম্বর ২০, ২০২৪
প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির যে বার্তা দিলেন - image

প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির যে বার্তা দিলেন

17 সেপ্টেম্বর 2025, সকাল 12:00

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বিষয়টি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তিনি নিজেই। তিনি জানান, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন অভিনেত্রী। হানিয়া আমির বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ। শুধু পাকিস্তানে নয় বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া আমির। অভিনয় থেকে স্টাইল, সবখানেই তাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়। ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া। এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি। এম আর/এটিএন বাংলা

সেপ্টেম্বর ১৭, ২০২৫
সারপ্রাইজ দিতে গিয়ে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী - image

সারপ্রাইজ দিতে গিয়ে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্বামী

07 অক্টোবর 2025, সকাল 12:00

বিশেষ দিনে প্রিয়তমা স্ত্রীকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বের হয়েছিলেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটা বুঝি স্মরণীয় হতে চলেছে। কিন্তু বাসায় ফিরে তিনি যা দেখলেন তাতে যেন কারযত তার পায়ের মাটি সরে গেছে। তারই বিছানায় স্ত্রীকে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সেই হতভাগ্য স্বামী। আর এমন ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তির স্ত্রী তখন অসংলগ্ন পোশাকে লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। আর জানালার কাটা গ্রিল হাতে দাড়িয়ে আছেন ওই পরকীয়া প্রেমিক। দৃশ্যটি এতটাই বিব্রতকর যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ওই ব্যক্তি বা এই ঘটনার সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। এলাকাসূত্রে জানা গেছে, ওই ব্যক্তি স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেলো এক অজানা আশঙ্কায়। বারবার ডাকে কোনো সাড়া না মেলায় মনে হলো, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আতঙ্ক আর সন্দেহ নিয়ে তিনি উকি দিলেন জানালায়। কিন্তু সেখানে তিনি দেখলেন, এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে! সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল, স্ত্রী কেন দরজা খুলছিল না। নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে এমন অবস্থায় দেখে বিস্ময়ে, রাগে, ক্ষোভে কাঁপতে থাকেন স্বামী। মুহূর্তেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। এরপর কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরকীয়া শুধু একটি প্রতারণা নয়, এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যের প্রতি এক নির্মম আঘাত। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। অথচ তার প্রিয় মানুষটিই যদি প্রতারণার মুখোশ পরে, তাহলে সেই বিশ্বাস আর কোথায় থাকে? অনেকে মনে করেন, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে, কিন্তু এই ভিডিও প্রমাণ করে, পরকীয়া এখন ছড়িয়ে পড়েছে সমাজের গভীরে।     এমি/এটিএন বাংলা

অক্টোবর ০৭, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo