logo
youtube logotwitter logofacebook logo

চুরি

বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ - image

বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রস্তুতি ম্যাচে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী বিসিবি একাদশের বিপক্ষে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের মধ্য শক্তিশালী এক রসদি জুগিয়েছিল। আবাস দেখা দিয়েছিল, প্রতিদ্বন্দিতাপূর্ণ এক ওয়ানডে সিরিজের। তবে তার ছিটেফোঁটাো পরিলক্ষিত হয়নি প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৪৫ রানে বিশাল জয় পায় বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মুতুম্বামি আর ব্যাট করতে নামেননি। মিরপুর মাঠে এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম সাকিব আল হাসান। অন্তসত্তা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে এসে ক্রিকেট মাঠে স্ত্রীর দেয়া অনুপ্রেরণার সাফল্যটা ভালভাবেই কাজে লাগালেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একেবারে দুমড়ে মুচড়ে দেন। অন্যদিকে ডেঙ্গু থেকে মাঠে ফিরেই নিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি নিজের পকেটে পুরেন সিকান্দার রাজা আর এমএন ওয়ালারের উইকেট। এরই সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। এছাড়া ১টি উইকেট নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আল আমিন। শেষ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে শেষ পেরেকটি মারেন নাসির। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করেন এলটন চিগুম্বুরা। এছাড়া এলএম জাঙয়ে ৩৯ এবং গ্রায়েম ক্রিমার করেন ১৫ রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান লিটন দাস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন মাহমুদউল্লাহ। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে সতর্ক ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস টেনে নিতে থাকেন মুশফিকুর রহিম। তামিম আউট হন ৪০ রানে। এরপর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৬ রানে স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পঞ্চম উইকেটে সাব্বির রুম্মনকে নিয়ে ১১৯ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়েন মুশফিক। সাব্বির ৫৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। রান আউট হওয়ার আগে তিনি করেন ১০৭ রান। শেষ দিকে- মাশরাফি ১৪ ও আরাফাত সানির ১৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত অনবদ্য শত রান আর উইকেটের পেছনে দুইটি দারুণ ক্যাচের দরুণ ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে নেন মুশফিকুর রহিম।

নভেম্বর ০৭, ২০১৫
এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’ - image

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’

08 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। ড. মাহফুজুর রহমান এর গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক। পরিচালনা করেছেন জি এম সৈকত। বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজর অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

নভেম্বর ০৮, ২০১৫
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ - image

মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

তামিম, ইমরুল আর মাহমুদুল্লার অর্ধ-শতকের পর মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬১  রানে জয়ী হয়ে তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে। দলের পক্ষে তামিম ও ইমরুল ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। জবাবে মুস্তাফিজের ক্যারিয়ারের তৃতীয়বারের মত ৫ উইকেটের উপর ভর করে জিম্বাবুয়েকে ২১৫ রানে অল-আউট করে দেয় টাইগাররা। জিম্বাবুয়ের পক্ষে উইলিয়ামস করেন ৬৪ রান। এছাড়িা চিগুম্বুরা করেন ৪৫ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩৪ রানে ৫ উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, নাসির, সাব্বির, আরাফাত সানি এবং আল-আমিন প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। এর আগে ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে চাপে পরে জিম্বাবুয়ে। মোস্তাফিজ নিজের প্রথম বলে চার খেলেও দ্বিতীয় বলে বোল্ড করেন চিবাবাকে। এর পর ৪৩ রানের মাথায় মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিনত হন চাকাবা।  দলীয় ৪৭ রানের মাথায় নাসির আরভিনকে ফেরালে চাপে পরে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে চিগুম্বুরা আর উইলিয়ামসন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে গড়ে তোলেন ৮০ রানের পার্টনারশিপ। নিয়মিত বোলাররা যখন এই জুটিকে আউট করতে পারছিল না তখনই মাশরাফি বল তুলে দেন পার্ট টাইমন বোলার সাব্বির রহমান হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ব্যাটিংয়ে ভাল করতে না পারা সাব্বির। নিজের দ্বিতীয় ওভারে চিগুম্বুরাকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন সাব্বির। এর পরও ওয়ালারকে নিয়ে চেস্টা চালিয়ে যাচিছলেন উইলিয়ামস। উইলিয়ামস তুলে নেন ব্যক্তিগত অর্ধ-শতক।  কিন্তু ১৮৬ রানের মাথায় ওয়ালারকে আলআমিন এবং ১৮৮ রানে ৬৪ রান করা উইলিয়ামসকে মাশরাফি ফেরালে জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ২০৭ রানের মাথায় সিকান্দার রাজা আর জংওয়েকে পর পর দুই বলে আউট করে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন মুস্তাফিজ।  ২০৯ রানের মাথায় পানিয়াঙ্গারাকে আউট করে ক্যারিয়ারের তৃতীয় বারের মত ৫ উইকেট লাভ করেন মুস্তাফিজ। এর আগে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে, সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬  রান করে বাংলাদেশ। দলের পক্ষে ইমরুল কায়েস ও তামিম ইকবার ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। বাংলাদেশের ইনিংসের শুরু খানিকটা ধীর গতিতে হলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান তামিম ও ইমরুল। তবে, তামিমের চেয়ে বেশি আক্রমনাত্বক ব্যাটিং করে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমরুল। এরপর নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। ওপেনিং-এ শতরানের পার্টনারশিপও হয়েছে তামিম-ইমরুলের ব্যাটে। দুজনের যাচ্ছিলেন ব্যক্তিগত শতরানের দিকে। কিন্তু হঠাৎ ছন্দপতন। দলীয় ১৪৭ রানের মাথায় সিকান্দার রাজার একটি বল ডাইন দ্যা উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ইমরুল। আউট হবার আগে ৯৫ বলে চারটি ছক্কা এবং ছয়টি চারের মাধ্যমে করেন ৭৩ রান। এর পর টানা ব্যর্থ লিটন দাসের পরিবর্তে তিন নাম্বারে নামেন মুশফিকুর রহীম। তামিমের সাথে দারুণ খেলতে থাকেন তিনি। ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রানে ক্রিমারের বলে স্ট্যাম্পিং হন তামিম। ৯৮ বলের ইনিংসে ছিল একটি ছয় এবং সাতটি চারে সাজানো। তামিমের আউটের পর চার নাম্বারে নামেন লিটন দাস।  কিন্তু লিটন মুশফিক জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯০ রানের মাথায় মাত্র ২৫ বলে ব্যক্তিগত ২৮ রানে দলের টানা তৃতীয় ব্যাটমম্যান হিসেবে স্ট্যাম্পিং হন মুশফিক। এবারে বোলার ছিলেন ওয়ালার। মুশফিক আউট হবার পর পাঁচ নাম্বারে নামেন মাহমুদুল্লাহ। লিটন মাহমুদুল্লাহ মিলে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন। ১৭ রান করে ক্রেমারের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি। শুরু হয় বাংলাদেশের িইনিংসে ছোট ধস। ৪ রানের বাংলাদেশ হারায় তিন উইকেট। ২২২ রানের মাথায় লিটন আউট হবার পর ২২৬ রানে আউট হন সাব্বির আর নাসির। পরে মাহমুদুল্লাহ ভাগ্যক্রমে অবিশাস্যভাবে রান আউটে থেকে বেঁচে না গেলে আরও বিপদে পরত বাংলাদেশ। আউট হয়ে সীমানা পর্যন্ত যেয়ে ভাগ্যক্রমে আবার ফিরে এসে অধিনায়ক মাশরাফিকে দারুন ব্যাট করেন মাহমুদুল্লা। তুলে নেন ক্যারিয়ারের  ১৪ তম হাফ-সেঞ্চুরি। এর মাঝে অবশ্য মাশরাফি ফিরে যান ১১ বলে কার্যকরী ১৮ রান করে। শেষ পর্যন্ত ৪০ বলে ৫২ রান করে ২৭৫ রানের মাথায় সেই রান আউটই হন মাহমুদুল্লাহ। আরাফাত সানি অপরাজিত থাকেন তিন রানে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানে। জিম্বাবুয়ের জংওয়ে ও ক্রেমার দুটি করে এবং পানিয়াঙ্গারা, সিকান্দার রাজা ও ওয়ালার একটি করে উইকেট লাভ করেন। ৭৩ রান করে ওপেনার তামিম ইকবাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর সিরিজ সেরা হন মুশফিকুর রহীম।

নভেম্বর ১১, ২০১৫
ধারাবাহিক নাটক ‘ডিবি’ - image

ধারাবাহিক নাটক ‘ডিবি’

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৩ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। আমাদের দেশের আসে পাশে প্রতিনিয়ত ঘটে চলেছে খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। সাধারন মানুষের কাছে এসব ঘটনা রহস্যাবৃত্ত থাকলেও রহস্যময় এসব ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। ঘটনার অন্তরাল থেকে তারা বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলা’র জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। ড. মাহফুজুর রহমান এর গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক । পরিচালনা করেছেন জি এম সৈকত। বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজর অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

ডিসেম্বর ১২, ২০১৫
রিজার্ভ লোপাট: রিজাল ব্যাংকের সিইও লরেঞ্জোর পদত্যাগ - image

রিজার্ভ লোপাট: রিজাল ব্যাংকের সিইও লরেঞ্জোর পদত্যাগ

05 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাটের ঘটনায় পদত্যাগ করলেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি’র প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান। ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যায় আরসিবিসি ব্যাংক এক বিবৃতির মাধ্যমে লরেঞ্জো তানের পদত্যাগের কথা জানায় । এতে বলা হয়, লরেঞ্জো তান বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার ‘নৈতিক দায়’ নিয়ে পদত্যাগ করেছেন এবং তা কার্যকর হয়েছে। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তান ব্যাংকের কোনো আইন ভঙ্গ করেননি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ব্যাংকটির পরিচালনা পর্ষদকে স্বাধীনতা দিতেই পদত্যাগ করেছেন লরেঞ্জো। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে তানের বিরুদ্ধে বাংলাদেশের রিজার্ভ লোপাটের ঘটনায় কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।’ আলাদা এক বিবৃতিতে লরেঞ্জো তান বলেছেন, তিনি কোনো অনিয়ম করেন নি। তবে ব্যাংকের ইতিহাসের এমন একটি দুঃখজনক ঘটনার জন্য, নৈতিক দায় নিয়ে আরসিবিসি ব্যাংকের প্রেসিডেন্ট ও সিইও-র পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। গত মার্চ মাস থেকেই ছুটিতে ছিলেন লরেঞ্জো তান। আরসিবিসি জানিয়েছে, তানের পদে কাউকে স্থলাভিষিক্ত করার আগ পর্যন্ত, ব্যাংকের চেয়ারম্যান হেলেন ডি ব্যাংকের পরিচালনা কার্যক্রমের দেখভাল করবেন। এর আগে একই আর্থিক কেলেঙ্কারির ঘটনার জের ধরে পদত্যাগ করেছিলেন ব্যাংকের কোষাধ্যক্ষ রাউল তান।

মে ০৫, ২০১৬
সুইফট টেকনিশিয়ানরাই সার্ভারে ছিদ্র রেখে গিয়েছিল: সিআইডি - image

সুইফট টেকনিশিয়ানরাই সার্ভারে ছিদ্র রেখে গিয়েছিল: সিআইডি

08 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : সুইফট টেকনিশিয়ানদের অবহেলার কারণেই বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকারদের কাছে উন্মুক্ত হয়েছিল বলে মনে করছে সিআইডি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম বলেছেন, অর্থ চুরির ৩ মাস আগে বাংলাদেশ ব্যাংকে সুইফট মেসেজিং প্ল্যাটফরমের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করেন সুইফটের টেকনিশিয়ানরা। তারা বাংলাদেশে প্রথমবারের মতো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের সঙ্গে সুইফটকে যুক্ত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করতে গিয়ে কিছু লুপহোল পাওয়া গেছে। সে সময় থেকেই বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, সুইফটের সঙ্গে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম যুক্ত করার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করার কথা সুইফট ঠিক করে দিয়েছে, তাদের টেকনিশিয়ানরা তা করেননি। এ কারণে সহজেই পাসওয়ার্ড দিয়ে রিমোট অ্যাকসেসের মাধ্যমেও ওই সার্ভারে প্রবেশের সুযোগ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, দুর্বলতা খুঁজে দেখা সুইফটের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করেনি। তবে সুইফটের প্রধান মুখপাত্র নাতাশা টেরান তাদের টেকনিশিয়ান বাংলাদেশে পাঠিয়েছিল কিনা- সে বিষয়েও কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

মে ০৮, ২০১৬
বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয় - image

বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয়

18 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আইপিএলে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বুধবার বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে বৃষ্টি আইনে ৮২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। ব্যাঙ্গালুরুর দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১২০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালভাবেই বেচে রইল ব্যাঙ্গালুরুর। বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্যাঙ্গালুরুর দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারে তারা যোগ করেন ১৪৭ রান। ৭৩ রানে ফিরে যান ক্রিস গেইল। তবে ধারাবাহিকভাবে ভাল খেলা কোহলি তুলে নেন এবারের আসরে নিজের চতুর্থ সেঞ্চুরি। তিনি আউট হন ১১৩ রানে। ৩ উইকেটে ২১১ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। ১৪ ওভারে ২০৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১২০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান করেন রিদ্দিমান সাহা।

মে ১৮, ২০১৬
রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা - image

রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

29 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : কথা রাখলেন ড.মোহাম্মদ ফরাসউদ্দিন  এবং তার  নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। নির্ধারিত ৭৫ দিনের মধ্যেই রিজার্ভ চুরির পূর্নাঙ্গ তদন্ত রিপোর্ট তুলে দিলেন অর্থমন্ত্রীর হাতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এখন অর্থমন্ত্রীর হাতে। সোমবার দুপুরে, সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেয় সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, তদন্ত কমিটির অপর দুই সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং সদস্য সচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস তবে ২৭ পৃষ্ঠার এই রিপোর্টে কি উঠে এসেছে, সে বিষয়ে সামান্যই জানালেন তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এর আগে ২০ এপ্রিল যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিয়েছিলেন তার সাথে অনেক ফারাক এই পূর্ণাঙ্গ রিপোর্টের। তবে রিপোর্টে উঠে এসেছে সুইফট কর্তৃপক্ষের দায়, আর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ ঘটনার দায় এড়াতে পারে না সুইফট। রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরও ভূমিকার বিশ্লেষণ। রিপোর্টটি নিয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি অর্থমন্ত্রী। আবার রিপোর্টের বিষয়টি গোপনও রাখতে চান না। আর অর্থমন্ত্রী জানালেন, শিগগিরই এটি জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন ‘এখনো প্রতিবেদনটি পড়েননি। তবে ১৫-২০ দিনের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হবে’। এর আগে, ফরাসউদ্দিন যখন তার অন্তর্বর্তীকালীন বিষয়বস্তু তুলে ধরছিলেন, তখনও তিনি সুইফট কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত নন বলেও জানিয়েছিলেন। তবে পূর্নাঙ্গ রিপোর্টে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে কিনা তা পরিষ্কার করেননি তদন্ত কমিটির প্রধান ফরাসউদ্দিন। গত ফেব্রুয়ারিতে, হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮০০ কোটি ডলার চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রণালয় ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে গেলো মার্চে। আর তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য ৭৫ দিন সময় দেয়া হয়। আর তদন্ত কমিটি ঠিক ৭৫ তম দিনেই তাদের রিপোর্ট দিল অর্থ মন্ত্রীর কাছে।

মে ২৯, ২০১৬
বিদায় ক্রীড়াজগতের নক্ষত্র মোহাম্মদ আলী - image

বিদায় ক্রীড়াজগতের নক্ষত্র মোহাম্মদ আলী

03 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী আর নেই। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। এর আগে তাকে অ্যারিজোনার একটি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়নের স্বাস্থ্যের অবস্থা দ্রুত ‘অবনতি’ হচ্ছিলো। গত বৃহস্পতিবার অনিয়মিত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন মোহাম্মদ আলী। এর আগেও বহুবার তাকে হাসপতালে ভর্তি করা হয়। ১৯৮১ সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ আলী। সবশেষ মূত্রনালীর সংক্রমণে ভুগে ২০১৫ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ। আলী জন্মগ্রহণ করেছিলেন লুইসভিলা, কেন্টাকি তে। তিনি তার নাম তার বাবা ক্যাসিয়াস মারকেলাস ক্লে সিনিয়র এর নাম অনুসারেই রাখা হয়েছি, যার নামকরণ করা হয়েছিল একজন দাসপ্রথা বিরোধী রাজনীতিবিদ ক্যাসিয়াস ক্লে এর নামানুসারে। আলী ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলাম এ যুক্ত হলে এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করেন। ১৯৫৪ সালের একদিন আলির সাইকেল চুরি হয়ে যায় তখন সে পুলিশ অফিসারকে(মার্টিন) জানায় যে সে চোরকে পেটাতে চায়। অফিসার(সে শহরের বক্সীং কোচ) তাকে বলে যে এর জন্য তাকে লড়াই করতে জানতে হবে। পরদিন তিনি মার্টিন এর কাছ থেকে বক্সিং শেখা শুরু করেন। তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে প্রজাপতির মত নেচে নেচে মৌমাছির মত হুল ফোটাতে হয়। ১৯৬০ সালে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেন।

জুন ০৩, ২০১৬
যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের - image

যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের

06 জুন 2016, বিকাল 6:00

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে নজেলম্যান সিরাজুল। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রামের একটি বাড়ি থেকে এবং ইকবাল, নাসির ও নয়নকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা জামা-কাপড়সহ একটি কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর সিরাজুল জানায়, চুরি করে তেল বিক্রির উপরি আয়ের টাকা ভাগাভাগি ও গাঁজা খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করেই ম্যানেজারসহ ২ জনকে হত্যা করা হয়েছে।

জুন ০৬, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo