logo
youtube logotwitter logofacebook logo

স্বর্ণ লুট

শাহজালালে যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ - image

শাহজালালে যাত্রীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

15 অক্টোবর 2023, বিকাল 6:00

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তি বিরুদ্ধে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছে থাকা স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ভুক্তভোগী। রোববার (১৫ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই আজিজ।তিনি বলেন, বিমানবন্দরের ভেতরে দুই যাত্রী এই স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ তুলে কান্নাকাটি করছেন- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। আর এ বিষয়ে এখনো কেউ কোনও অভিযোগ দেয়নি। ভিডিওতে স্বর্ণ হারানো এক যুবক বলেন, আমার কাছে ২৯ গ্রাম স্বর্ণ ছিল। আরও একটা চেইন মায়ের জন্য কিনেছিলাম। সাথে দুটি মোবাইল ফোনও নিয়ে গেছে ভাই। ভিডিওর আরেক অংশে আরেক যুবক বলছিলেন, স্বর্ণগুলো আমার হাতেই ছিল। তাদের একজন আইসা বলতেছিল, তুই এগুলো নিয়া যাবার পারবি না। আমাগো দিয়া যা। এরপর তার হাত থেকে জোর করে স্বর্ণগুলো সেই ব্যক্তি নিয়ে যান। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা বিমান থেকে নামার প্রায় দুই ঘণ্টা পর একজনের লাগেজ আসে। বিষয়টি তখন সন্দেহ হয়। পরে তিনি লাগেজ পেলেও সেটি খোলা পান। এরপর সবকিছু চেক করে দেখতে পান তার আনা স্বর্ণগুলো নেই।

অক্টোবর ১৫, ২০২৩
বনশ্রীতে স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের নেতা, আর সুমন শ্রমিক দলের সদস্য। - image

বনশ্রীতে স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের নেতা, আর সুমন শ্রমিক দলের সদস্য।

08 মার্চ 2025, বিকাল 6:00

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ছয়জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের একজন পটুয়াখালীর বাউফলের প্রভাবশালী ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম এবং অন্যজন শ্রমিক দলের নেতা সুমন মোল্লা। আমিনুলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে, এবং আগেও তিনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। শনিবার তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করার পর স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে এসব তথ্য পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সদস্য। অন্যদিকে, সুমন মোল্লা পাশের গ্রাম আয়নাবাজ কালাইয়ার বাসিন্দা ও কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানিয়েছেন, আমিনুল এর আগেও একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। জেলা পুলিশের যৌথ তদন্তে আন্তবিভাগীয় ডাকাত দলের সদস্য হিসেবে তাঁর নাম উঠে আসে। ২০২৩ সালের ৯ নভেম্বর পুলিশের অভিযানে আমিনুলসহ সাতজন ডাকাত গ্রেপ্তার হয়। তিনি ডাকাত দলকে আশ্রয় দেওয়া এবং অস্ত্রের যোগান দেওয়ার কাজও করতেন। পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি এসব অভিযোগ স্বীকার করেন। বিভিন্ন সূত্র থেকে এই দুজনের পরিচয় নিশ্চিত করা হলেও, কেউ প্রকাশ্যে পরিচয় দিতে রাজি হননি। স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি। গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ফিরোজের ছেলে রায়হান সাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাঁকে চিনি না এবং তিনি কীভাবে কমিটিতে যুক্ত হলেন, তা জানি না। তবে ইউনিয়ন শ্রমিক দলকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁকে দ্রুত বহিষ্কার করার জন্য।’ বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানিয়েছেন, ‘আমিনুল একজন পেশাদার ডাকাত এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আগেও ডাকাতির ঘটনায় তাঁকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মার্চ ০৮, ২০২৫
ফরচুন মার্কেটে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ লুট! - image

ফরচুন মার্কেটে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ লুট!

09 অক্টোবর 2025, সকাল 12:00

একটি স্বর্ণের দোকানের সামনে দুজন বোরকা পরিহিত ব্যক্তি এগিয়ে আসছে। কিন্তু বোরকা পড়া থাকলেও তারা কেউ নারী নন বরং পুরুষ এবং চোরচক্রের সদস্য। কারণ তাদের হাতে ছিল বড় লাঠি এবং কিছু সরঞ্জাম। হঠাৎই তাদের একজন দোকানের তালা ভাংতে শুরু করেন আর অন্যজন সিসি ক্যামেরা ভাংতে চেষ্টা করেন। কিন্তু তারা কল্পনাও করতে পারেনননি যে সিসি ক্যামেরা নষ্ট করতে গিয়ে উল্টো তাদের দিকেই ঘুরিয়ে দিয়েছেন তিনি। আর তাতে রেকর্ড হয় এই দুর্ধর্ষ চুরির কার্যক্রম। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারের মৌচাকে বুধবার দিবাগত রাতে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। ফরচুন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমেছে চাঞ্চল্য। বোরকা পরা দুই পুরুষ চোর সিসি ক্যামেরায় ধরা পড়েছেন—আর এই দৃশ্য যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়! তাদের মুখে রুমাল, হাতে ছিল লোহার লাঠি আর তালাকাটার সরঞ্জাম। যদিও দোকানপাট সব বন্ধ ছিল, তবু এই দুজন যেন জানত ঠিক কোথায় কীভাবে ঢুকতে হবে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে তারা দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন লাঠি দিয়ে সিসি ক্যামেরায় আঘাত করে ফুটেজ নষ্ট করার চেষ্টা করছিলেন, আরেকজন মনোযোগ দিয়ে দোকানের তালা কাটছিলেন। দোকানের মালিকের দাবি, অন্তত ৫০০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে চোরেরা। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তিনতলার টয়লেটের গ্রিল কেটে ভবনে প্রবেশ করে, এরপর দ্বিতীয় তলায় এসে শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেট ভেঙে ফেলে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন এতে যুক্ত ছিল। তারা জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত। সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। এমি/এটিএন বাংলা

অক্টোবর ০৯, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo