logo
youtube logotwitter logofacebook logo

বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ - image

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

07 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

আইসিআরসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। এছাড়া আমিন উদ্দিন ২৬ ও নেগির ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের আলম খান ৩টি ও দ্রুপম তীর্থ নেন ২টি উইকেট। জবাবে- দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে আলিম উদ্দিনের ৪৫ ও শাহরিয়ার শামীমের ৪২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সেপ্টেম্বর ০৭, ২০১৫
ঋতু বৈচিত্রের বাংলাদেশ - image

ঋতু বৈচিত্রের বাংলাদেশ

07 অক্টোবর 2015, বিকাল 6:00

বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ । এখানে দুই মাস পর পর আমূল বদলে যায় প্রকৃতি। এই কিছু দিন আগের পরিবেশের সঙ্গে তাই বর্তমান সময়ের অনেক পার্থক্য। ইতোমধ্যেই শুরু হয়েছে নতুন মাস কার্তিক। বাংলা এ মাসে ভর করে এসেছে হেমন্ত। গান, কবিতায় কত রং রূপেই না ধরা দেয় হেমন্ত। তবে হেমন্ত শুধু হেমন্ত নয়, হেমন্ত মানে শীতের আগমনী বার্তা। একটু খেয়াল করলেই চোখে পড়ে, ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতি। শহরে অতটা টের পাওয়া না গেলেও, গ্রামে খুব চোখে পড়ে প্রকৃতির এ বদলে যাওয়া। গাছীরা এখন খেজুর গাছ পরিষ্কার করার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গ্রামবাংলার এই চিরচেনা রূপ হেমন্তের কথাই স্মরণ করিয়ে দেয়। এ সময় ধান সংগ্রহের পাশাপাশি চলবে নবান্ন উৎসব। ফসল কাটার উৎসবে মেতে ওঠে বাংলাদেশের সব গ্রাম। বাউলেরা রঙিন পোশাকে গান গেয়ে বেড়ায়। জুঁই, গোলাপ, শাপলা, বাগানবিলাস সহ অনেক ফুলের ভেতর দিয়ে প্রকৃতি প্রাণ ফিরে পায়। এসময়ের নির্মল বাতাস প্রকৃতিকে আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে তাই প্রকৃতিতে এখন চলছে চমৎকার এক হেমন্ত।

অক্টোবর ০৭, ২০১৫
রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস - image

কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস

09 অক্টোবর 2015, বিকাল 6:00

পরিচালনা- রাসেল মাহমুদ প্রচার- প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিট কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর এই প্রাণশক্তিতে রস সঞ্চার করছেন এদেশের মাটি ঘেষা মানুষ আমাদের কৃষক। শত প্রতিকুলতার মাঝেও ১৬ কোটি মানুষের ক্ষুধার অন্ন যোগান দিচ্ছেন বাংলার এই চাষীরা। সেই চাষীদের কৃষি উন্নয়নে সামিল করতে আজ থেকে ৪ বছর আগে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান ‘মাটির সুবাস’। কৃষকের সুখ দুখ, হাসি কান্না, কৃষি বাজার ও কৃষি উন্নয়নের বিভিন্ন্ দিক নিয়ে ইতোমধ্যেই অনুষ্ঠানটির ১৫০টির অধিক পর্ব প্রচার হয়েছে। মাটির সুবাস অনুষ্ঠানে পর্বগুলো সাজনো হয় গোয়াল ঘর, কৃষিতে নারী, নগর কৃষি, কৃষি প্রযুক্তি, মাছে ভাতে বাঙ্গালী ও কুইজ সেগমেন্ট দিয়ে। অনুষ্ঠানটিতে প্রচারিত উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো হলো- মৌলভীবাজরের কমলা চাষ, হবিগঞ্জের হাঁসের গ্রাম, রংপুরের নীল চাষ, কৃষিতে রবীন্দনাথ, কৃষিতে নজরুল, কৃষকের মুক্তিযুদ্ধ, মাটি ছাড়া সবজি চাষ, দেশের প্রথম কুমির খামার, কাকড়া চাষ ও রপ্তানি, বাণিজ্যিকভাবে খরগোস পালন ইত্যাদি। মাটির সুবাস অনুষ্ঠানের মাধ্যমে অনেক কৃষকই আজ নতুন প্রযুক্তির ব্যবহার ও আধুনিক কৃষি উৎপাদনসহ কৃষি ক্লাব গড়ে তুলেছেন। অথচ এই কৃষকদের নিয়ে চলে নানা ষড়যন্ত্র। এরাও পড়েছেন সমস্যার যাতাকলে। পরিবারের সকল সদস্যের মিলিত কষ্টে ফসল উৎপাদন করেন। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় হতাশা, কষ্ট, ক্ষোভ কৃষকের বুক জুড়ে। মনগড়া দাম নির্ধারন ও খামখেয়ালীপনার কারণে কৃষি থেকে অনেকেই বেরিয়ে আসছেন অন্য পেশায়। প্রতিটি পর্বেই এ ধরণের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয় মাটির সুবাস অনুষ্ঠানে। রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিটে।

অক্টোবর ০৯, ২০১৫
‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’ - image

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’

12 অক্টোবর 2015, বিকাল 6:00

বিদেশিদের হত্যা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশ যখন এগিযে যায়, তখনই বিএনপি- জামায়াত দেশের অগ্রগতি থামিয়ে দেযার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে শত্রুতা। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাইরের দেশগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তাই প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশ এখন আর বিপর্যস্ত হয় না।

অক্টোবর ১২, ২০১৫
বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী - image

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী

14 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিকেলে, কামরুলকে নিয়ে দেশে ফিরবেন সৌদি আরবে যাওয়া ৩ পুলিশ কর্মকর্তা। বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অফিসের সামনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে। ১১ অক্টোবর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যান প্রধান আসামি কামরুল ইসলাম। পরে প্রবাসীরা তাকে আটক করে রিয়াদ পুলিশের কাছে সোপর্দ করেন।

অক্টোবর ১৪, ২০১৫
কৃষি জমি রক্ষা করেও শিল্পায়ন সম্ভব: প্রধানমন্ত্রী - image

কৃষি জমি রক্ষা করেও শিল্পায়ন সম্ভব: প্রধানমন্ত্রী

21 অক্টোবর 2015, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি রক্ষা করেও দেশে শিল্পায়ন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের-বেজার তৃতীয় সভায় তিনি এ কথা বলেন। বেজার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজন করা হয় এর তৃতীয় সভা। এতে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার দিক নির্দেশনা দিয়ে বলেন, শিল্প কারখানার নিরাপত্তার স্বার্থেই পরিবেশ রক্ষার বিষয়টি নজরে রাখা জরুরী এবং পরিবেশে ও কৃষির কথা মাথায় রেখেই দেশে শিল্পায়ন গড়ে তুলতে হবে। যত্রতত্র শিল্পায়ন না করে কৃষি জমি ও পরিবেশ রক্ষা করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-ইপিজেড গড়ে তুলেতে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চট্টগ্রাম, রাজশাহী, মৌলভীবাজার, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ২১টি জায়গা চিহ্নিত করেছে বেজা। এমনি ভাবে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলার ক্ষেত্রে নদী বা সমুদ্র বন্দর ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনার পরামর্শ দেন তিনি। আর কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্পায়নের উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর ২১, ২০১৫
৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’ - image

৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’

01 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০২ নভেম্বর) বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ৫১তম পর্ব। মাখিং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আতিয়ার রহমান আতিয়ার। বাংলাদেশে বাঙ্গালীদের পাশাপাশি পাহাড়-সমতল অংশে ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের বসবাস। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের শিক্ষা ও জীবিকার ভাষা বাংলা হলেও প্রত্যেকের রয়েছে আলাদা পৃথক মাতৃভাষা। রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি। এসব নৃ-গোষ্ঠীর শিল্পীরা যথারীতি তাদের নিজ নিজ মাতৃভাষাতেই গান করেন। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষার জনপ্রিয় গানগুলোতে দর্শকদের সুবিধার্থে মূল ভাষার সঙ্গে বাংলা ভাষায় সাব টাইটেলসহ গানগুলো প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্বে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন চাকমা, তঞ্চংহ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন এবং মনিপুরী নৃ-গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা। নিজ নিজ গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীদের গানগুলো চিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানগাছের মনোরম সব লোকেশনে চিত্রায় করা হয়ে থাকে অনুষ্ঠানের গানগুলো। গানের মাধ্যমে উঠে এসেছে পাহাড়, নদী সহ প্রাকৃতিক সব সৌন্দর্যমন্ডিত স্থান।

নভেম্বর ০১, ২০১৫
স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’ - image

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’

02 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো” এর ৭৩তম পর্বটি সম্প্রচারিত হবে আজ (৩ নভেম্বর) বিকাল ৪.২৫ মিনিটে এটিএন বাংলায়। বিশেষ রোগের লক্ষন, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয় অনুষ্ঠানটিতে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রতি পর্বেই থাকে প্রামাণ্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা’। এবারের পর্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও চিকিৎসা বিশেষজ্ঞগন উপস্থিত থাকবেন। এবারের পর্বে উপস্থিত থেকে যারা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা, সমালোচনা করেেেছন, তারা হচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: কামরুল হাসান খান, সাবেক সাংসদ ও সাবেক বিএমএ মহাসচিব ডা: মুস্তফা জালাল মহিউদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা: জুলফিকার লেনিন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ডা: সাহেদ ইমরান।

নভেম্বর ০২, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo