ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
কেউ দেখতে পায়না আবার শত্রুর রাডারেও ধরা পড়েনা। এমনই ভয়ংকর এক যুদ্ধবিমান বিশ্বদরবারে হাজির করল চীন। যা দিয়ে এবার শত্রুর অগোচরে তাদের আকাশ দখল করে আক্রমণ চালাবে দেশটি। আর তাতেই দুশ্চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্র ও ভারতের। চীনের তৈরি নতুন আকর্ষণ স্টেলথ যুদ্ধবিমান জে-২০ যেন আকাশে ওত পেতে থাকা এক মাইটি ড্রাগন যা কিনা শত্রুদের মোকবিলা করতে একাই একশ। সামরিক শক্তিতে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে চীন। একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র বিশ্ব দরবারে হাজির করছে তারা। যেন জানান দিচ্ছে প্রযুক্তিতে তারাই এবার বিশ্ব মোড়ল। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স প্রথমবারের মতো তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-২০-এর দুই আসনের একটি সংস্করণ জে-২০এসকে নিজেদের বিমানবহরে যুক্ত করেছে। নতুন এ বিমানে একজন পাইলট ছাড়াও আরেকজন ওয়েপন সিস্টেমস অফিসার বহনের সক্ষমতা রাখে, যা যুদ্ধের সময় দীর্ঘমেয়াদি অপারেশনে কার্যকর সহায়তা দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও জে-২০এস-এর অন্তর্ভুক্তির পেছনে অন্যতম একটি কারণ হিসেবে ধরা হচ্ছে এর দীর্ঘ পাল্লার সক্ষমতা। চীনের দাবি অনুযায়ী, এই বিমানটির কার্যক্ষমতা যুক্তরাষ্ট্রের এফ-২২ ও এফ-৩৫ এর চেয়ে প্রায় দ্বিগুণ। আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয়তা ও উন্নত ইনফরমেশন ডিসপ্লে সুবিধা সমৃদ্ধ, এ বিমানটি ড্রোন বা ডার্ক সোর্ড টাইপের মনুষ্যবিহীন উইংম্যান জঙ্গি বিমানের নেতৃত্বদানকারী বিমান হিসেবেও ব্যবহৃত হতে পারে। এমনকি কিছু প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে এটিকে ইলেকট্রনিক যুদ্ধ বা আকাশভিত্তিক কমান্ড পোস্ট হিসেবেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে। যদিও জে-২০এস নিয়ে এখনো অনেক কিছু অনিশ্চিত রয়ে গেছে, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, চীন এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কৌশলে আধিপত্য গড়তে চায়। তাই জে-২০ কেবল যুদ্ধবিমানই নয় বরং এটি যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, তাইওয়ানের জন্য একটি সতর্কবার্তা। আর তাদের উদ্দেশে চীন যেন নিত্যনতুন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে জানান দিচ্ছে, এই আকাশ তাদের এবং তারা সেই আধিপত্য প্রতিষ্ঠা করবেই। পে অফ-ফাতিমা