ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের চলমান আগ্রাসনে আরও এক হৃদয়বিদারক দিন পার করল ফিলিস্তিনের গাজা ভূখণ্ড। যুদ্ধবিরতির আলোচনা মধ্যেই শুক্রবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অনেকেই ছিলেন শিশু ও নারী—যাঁরা শুধুমাত্র খাদ্য সহায়তা সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। শিশুখাদ্য নিতে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বিমান হামলায় একসঙ্গে প্রাণ হারান ১৫ জন। তাদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী ছিলেন। ভয়াবহ এ হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের ওপর এমন বোমাবর্ষণ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই হত্যাকাণ্ডকে অমানবিক ও চরম নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছে।সংস্থাটি বলছে, “মানুষ যখন কেবল বেঁচে থাকার আশায় সাহায্য নিতে আসে, তখন তাদের হত্যা করা সম্পূর্ণ মানবতাবিরোধী।” আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে এই হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে হামাস এ ঘটনাকে চলমান গণহত্যার অংশ হিসেবে চিহ্নিত করেছে। তারা জানায়, ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তা, আশ্রয়কেন্দ্র ও অন্যান্য বেসামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, যা পূর্ণমাত্রার জাতিগত নির্মূল অভিযান। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে গাজায় প্রতিদিনই নতুন করে বাড়ছে লাশের মিছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। প্রতিটি সংখ্যা একেকটি পরিবারের কান্না, একেকটি সন্তানের চিরতরে নিভে যাওয়া স্বপ্ন। টিএ/