ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে ৪৯ বিজিবি। রোববার (১৩ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেট এবং মানিব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩১৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য এক কোটি বিরানব্বই লক্ষ সাতাশ হাজার নয়শত ত্রিশ টাকা। অভিযানে ১১টি স্বর্ণের বারের পাশাপাশি ৩টি মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এদের মধ্যে দুজন ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার তাতী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন পথ ব্যবহার করে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। আটককৃতরা হলেন—আতা এলাহি জীবন (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), আবুল কালাম আজাদ (কাশিমপুর, গাজীপুর) এবং রামপ্রসাদ মন্ডল (বেশালপুর, শেরপুর, বগুড়া)। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। /টিএ