এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ম্যাচে লিটন দাসের দল ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ রান করলেও ব্যাট হাতে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস (৫৯) ও তাওহীদ হৃদয় (৩৫*)। দুজনের জুটিতে গড়ে ওঠে ম্যাচজয়ী ইনিংস। এর আগে টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে হংকং সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব। তাসকিন আহমেদও নেন দুটি উইকেট। আগামী শনিবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার
মুখোমুখি হবে বাংলাদেশ।