এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
ফিলিস্তিনিদের জেরুজালেম প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। দুই ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো । জেরুজালেম নতুন করে আরোপ করা বিধি-নিষেধের আওতায়, কেবল এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, স্কুল-শিক্ষার্থী ও ইসরায়েলি নাগরিকরা জেরুজালেম ঢুকতে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিন এই বিধি-নিষেধ বলবত থাকবে। রোববার সকালে এক ইসরায়েলি কিশোরকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি। এর আগে, শনিবার রাতে এক ফিলিস্তিনির ছুরির আঘাতে দুই ইসরায়েলি নিহত হন। এছাড়া, এক ইসরায়েলি নারী এ এক শিশু আহত হয়। জেরুজালেম ইসরায়েলি পুলিশের দাবি, ওই হামলাকারী মুহাম্মাদ হালাবি একজন ফিলিস্তিনি । তিনি পশ্চিমতীরের বিরেহ শহরে বসবাস করেন। ওইসব হামলার ঘটনার পর আল-আকসা মসজিদ থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা।