ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ইংলিশ জায়ান্ট চেলসি বিদায় নিয়েছে ইংলিশ লিগ কাপ থেকে। মঙ্গলবার রাতে তারা টাইব্রেকারে ৪-৫ গোলে হারে স্টোক সিটির কাছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। শুরু থেকেই অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। এসময় দুই দলই গোলের একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। ৫১ মিনিটে জোনাথন গোল করে স্টোক সিটিকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন। পরাজয় নিয়ে যখন চেলসির মাঠ ছাড়ার অপেক্ষা তখনই দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভত হন লুকি রোমি। তার গোলের সুবাদে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এসময় কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। যেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি।