এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আকাশতখন মেঘলা, আর যেকোনো সময়হতে পারে বজ্রবৃষ্টি। কিন্তু এমন বৈরি আবহাওয়ায় এলাকার মাঠে এসময় ফুটবল খেলায় মেতে উঠেছিলেন একদল তরুণ। তবে হঠাৎই সেখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনাযাতে করে হতবাক সেখানকার উপস্থিত সবাই। খেলার মাঝেই আচমকা বিকট শব্দে আঘাত হানে বজ্রপাত। আর তাতে কিছুক্ষণেরজন্য থমকে যায় সবাই। ফুটবল ম্যাচটির ভিডিও করতে গিয়ে এমন দুর্ঘটনার ভিডিও ধারণ হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবেই। আর তা মুহূর্তেইভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমগুলোতে। ভিডিওটিভাইরাল হওয়ার পর অনেক নেটিজেনইঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার বলে জানিয়েছেন। ভিডিওটিতে দেখা গেছে, সেখানকার স্থানীয় একটি মাঠে ফুটবল খেলায় মগ্ন ছিলেন একদল তরুণ। খেলতে খেলতে একপর্যায়ে বল পাস করেদেন আরেক তরুণের কাছে। আর তিনি বলটিতেপা ছোয়াতে না
ছোয়াতেই হঠাৎবিকট শব্দে স্তব্ধ হয়ে যান সকলেই। মাঠটির পেছনে একটি ঘরের কাছে নেমে আসে বজ্রপাতটি। মুহূর্তেই জ্বলে ওঠে আগুনের ফুলকি, আর আকাশে ভেসেওঠে ধোঁয়ার কুণ্ডলী। এ ভিডিওটির সম্পর্কেবিস্তারিত কিছু জানা যায়নি। যদিও এ ঘটনায় কোনোহতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।সাম্প্রতিকসময়ে ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক প্রাকৃতিকদুর্যোগ চোখে পড়ছে। বর্ষা শুরু হতেই ঘনঘন বজ্রবৃষ্টি, বন্যা ও এমনকি টর্নেডোরআঘাতে বিপর্যস্ত হয়েছে অঞ্চলটি। সম্প্রতি প্রায় এক যুগ পরআবারও সদর ও বিজয়নগর উপজেলারওপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ টর্নেডো। শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাঘাচং ইউনিয়ন ও কাইজলা বিলএলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়ায় গরমভাব থাকলেও এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আগমন কেউ আঁচ করতে পারেননি। আকস্মিকভাবে ঘূর্ণিঝড় দেখা দিলে গ্রামবাসীরা আতঙ্কে এমন ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার আশায় আজান দেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। যদিও প্রাণহানির খবর মেলেনি, তবু এখনো আতঙ্ক কাটেনি মানুষের মনে। তবে এগুলো কি কেবলই প্রকৃতির রুদ্ররূপ, নাকি আল্লাহর গজবের পূর্বাভাস? সামাজিক মাধ্যমে এমন সব দুর্যগের ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে এমন বিতর্ক।