ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
এ যেন বলিউড সিনেমা ক্রু–এরই আরেক রূপ। সিনেমায় তিন বিমানবালার অপরাধে জড়িয়ে পড়ার ছবি যেন এবার বাস্তবেই উঠে এসেছে। আর এমন চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হতেই যেন নড়েচড়ে বসেছেন অনেকেই। সম্প্রতি প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী ক্রু মৌরী ও খাদিজা সুলতানা শিমু বিরুদ্ধে। বিলাসিতার আবহেই নাকি এতদিন লুকিয়েছিল তাদের দুজনের এমন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। আর তাদের দুজনের প্রতারণার বিরুদ্ধে মুখ খুলেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ এবং এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী। তাদের অভিযোগ, ওই দুই বিমানবালা পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়ে তুলে, বিয়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন নগদ অর্থ, স্বর্ণ, আইফোনসহ নানান মূল্যবান উপহার। আর যখন বিয়ের দাবি তোলা হয়েছে, তখনই সটকে পড়েছেন তারা। ব্যবসায়ী নাসির আহমেদের অভিযোগ, মৌরি তার কাছ থেকে দামি শপিং, উপহার ও আইফোন নিয়েছেন। আর শেষে ঠান্ডা মাথায় জানিয়ে দিয়েছেন, তিনি নাকি দুই মাসের বেশি এক সম্পর্কে থাকেন না, তার নাকি টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে। এরপর ব্লক করে দিয়েছেন ওই ব্যবসায়ীকে। অন্যদিকে, শিমুর বিরুদ্ধে অভিযোগ আরও ভয়ঙ্কর। অভিযোগে বলা হয়েছে, শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যদিও মৌরি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, উল্টো তিনিই নাকি হয়রানির শিকার। আর শিমু বিষয়টিকে ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন। আর এমন চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আইডি লক করে দিয়েছেন এই দুই কেবিন ক্রুই। এ বিষয়ে গত ২০ জুলাই ঢাকার আদালতে মামলা করেন ওমর ফারুক চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের কেবিন ক্রুরা এভাবে প্রতারণার অভিযোগে জড়ালে তা শুধু ব্যক্তিগত নয়, বরং প্রতিষ্ঠানের ভাবমূর্তিতেও ভয়াবহ আঘাত হানে। এমি/এটিএন বাংলা