ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
বাংলাদেশ আর পাকিস্তান- দুই দলের মুখোমুখি টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ঠিক সন্ধ্যা ৬টায়। বাকি দুই ম্যাচও এই মাঠেই, ২২ ও ২৪ জুলাই। গত ক’দিন ধরে দুই দলই প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এখন আর অপেক্ষা নয়, শুরু হচ্ছে মাঠের যুদ্ধ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের ম্যাচগুলো টিকিট কিনে সরাসরি মাঠে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট মিলছে অনলাইনে। সর্বনিম্ন টিকিট ৩০০ টাকা (ইস্ট গ্যালারি), আর সবচেয়ে দামী টিকিট আন্তর্জাতিক লাউঞ্জে- ৩,৫০০ টাকা। যারা মাঠে যেতে পারছেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা তো আছেই। টিভি কিংবা মোবাইল অ্যাপে লাইভ খেলা দেখতে পারবেন বাসায় বসেই। বাংলাদেশে দুইটি চ্যানেল খেলা দেখাবে- টি-স্পোর্টস আর নাগরিক টিভি। এই দুই চ্যানেলে সম্প্রচার হবে তিনটি ম্যাচ। চাইলেই মোবাইলে দেখতে পারেন ম্যাচগুলো। টি-স্পোর্টসের অ্যাপে কিংবা ট্যাপম্যাড প্ল্যাটফর্মে। এমআর/এটিএন বাংলা