এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
এটিএন বাংলা ডেস্ক: আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশে ফিরলে, বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করবেন। তাঁর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়ে বলেছেন, বিএনপি চেয়ারপারসন এ মাসের মধ্যে ফিরলে, সময় বাড়ানোর আবেদন করা হবে। নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার কপি নিম্ন আদালতে পৌঁছেছে। সেই হিসেবে খালেদা জিয়াকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে তিনি দেশে ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে ২০০৭ সালে নাইকো দুর্নীতি মামলাটি করেছিল দুদক। পরের বছর মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে চলতি বছর মামলাটি পুনরুজ্জীবিত করে দুদক। শুনানি শেষে মামলা চালানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।