জাতীয়: শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমার ময়দানে লাখো মুসুলি। কাল আখেরী মোনাজাত। বার্ধক্যজনিত কারণে ৩ জনের মৃত্যু। ** গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা চলছে। ** সন্ধ্যায় ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু। গণতন্ত্র, মানবাধিকার নিয়ে বাংলাদেশকে সুপারিশের প্রয়োজন নেই- পররাষ্ট্রমন্ত্রী। ** নতুন বইয়ে কিছু ভুল থাকতে পারে, সেগুলো পরিমার্জন করা হবে- শিক্ষামন্ত্রী। ** এনবিআরের কর্মকর্তারা সাধারণ মানুষের মধ্যে করের ভীতি তৈরি করেছে- এনবিআর চেয়ারম্যান। কাঙ্খিত কর না বৃদ্ধির পেছনে উচ্চ করের হার দায়ী। ** এলসি খোলা নিয়ে এখনও সংকট কাটেনি। উৎপাদন বিঘিœত, বাড়ছে ব্যয়। ** পিরোজপুরে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ ১৭ মামলায় এহসান গ্র“পের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান গ্রেফতার। ** ঝিনাইদহের ছালাভরায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। আন্তর্জাতিক: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে অবশ্যই এক হতে হবে- ওয়াশিংটন সফরকালে জাপানি প্রধানমন্ত্রী। ** লাটভিয়া সীমান্তের কাছে লিথুনিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড। নাশকতার আশঙ্কা। খেলা: বিশ্বকাপের ফাইনালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। ** বিপিএলে চট্টগ্রামে আজ দিনের প্রথম ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে কুমিলা ভিক্টোরিয়ানস-ফরচুন বরিশাল। সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা ডমিনেটর্স। ** করাচিতে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।