logo
linkedin logoyoutube logotwitter logofacebook logo

ব্রেকিং নিউজ

features image

রাষ্ট্রধর্ম নিয়ে রিট খারিজ

সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর এ দায়ের করা রিট সোমবার খারিজ করে দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ। গত মাসে হাইকোর্টে এ রিট দায়ের করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনে বিবাদী ছিলেন আইন সচিব। সংবিধানের ৮ম সংশোধনী করে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিস্থাপিত হয়। সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। Source: Atntimes.com

1 সপ্তাহ আগে

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

1 সপ্তাহ আগে

ধারাবাহিক নাটক- দহন

রচনা ও পরিচালনা- অরণ্য আনোয়ার প্রচার- রবি থেকে মঙ্গলবার, রাত ৮টা এটিএন বাংলায় রবি থেকে মঙ্গলবার, রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দহন’। ইতোমধ্যে ধারাবাহিকটি ৫০তম পর্ব অতিক্রম করেছে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। জেলা শহর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দুরে অজো পাড়া গাঁয়ে তাজরিনদের বাড়ী। প্রতিদিন টেম্পোতে করে জেলা শহরের ইউনিভার্সিটিতে যাতায়ত করে সে। গ্রামের বাজারে বাবার মুদি দোকান। সেই দোকানের আয়ে কোনভাবে কেটে যাচ্ছিল তাদের সংসার। সংসারে মানুষ তারা তিনজন। বাবা মা আর সে। তাজরিনের মনে সব সময় ভাবনা একটাই, লেখাপড়া শেষ করে অভাবী বাবা মার সংসারের হাল ধরবে, নিজেরও হবে একটা সুখের সংসার। কিন্তু ভাবনা মতো মানুষের জীবন চলেনা। তাজরিনের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্জয়। হঠাৎ একদিন আবিষ্কৃত হয় নেশায় আক্রান্ত হয়ে দোকান বিক্রি করে দিয়েছে তার বাবা। দুরারোগ্য ব্যধিতে পড়ে মা শয্যাশায়ী হয়ে পড়েন। মায়ের এমন অবস্থায়ও বাবার নেশা কমেনা। নেশার সেই টাকা যোগান দিচ্ছেন সুজাউদ্দৌলা নামের এক বিশিষ্ট ব্যবসায়ী। ষাটোর্ধ সুজাউদ্দৌলার টাকাতেই এখন তাদের সংসার চলছে। একদিন এই সুজাউদ্দৌলা তাদের বাড়ীতে আসে। আর সেদিনই তাজরিন জানতে পারে বাবা ষাটোর্ধ এই লোকটির সাথেই তার বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। অথৈ জলে পড়ে যায় তাজরিন। কি করবে এখন সে!

1 সপ্তাহ আগে

বাংলাদেশ

Loading...

bdnews-card-img

গয়েশ্বর-খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামপুরায় নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিকেলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৩ সালের ২৯ মার্চ বিএনপি-জামায়াত জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে মুনসুর প্রধানীয়া নামে এক ব্যক্তি হত্যা ঘটনায় এ মামলা দায়ের করা হয়। গত ২০ মার্চ গয়েশ্বর ও খোকাসহ ৪৯ জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। চার্জশিটে পলাতক দেখানে ২১ আসামি ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

1 সপ্তাহ আগে
bdnews-card-img

‘বিএনপির জাতীয় কাউন্সিল ১৯ মার্চ’

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, কাউন্সিল অনুষ্ঠানের জন্য সম্ভাব্য তিনটি স্থানের নাম দিয়ে গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।  তবে ডিএমপি থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। কাউন্সিলকে সফল করতে সারা দেশের দলীয় নেতা-কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।

1 সপ্তাহ আগে
bdnews-card-img

আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশ ১০০ শতাংশ বেতন বৃদ্ধি করতে পারে না, আমরা পেরেছি। কিন্তু বাঙালিকে খুশি করা কষ্টকর। তাদের যতই দেই তারা আরো চায়, আরো চায়।’ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আমরা কিভাবে মানুষের ভাগ্যের উন্নয়ন করি? কারণ, আমরা একটা নীতি-আদর্শ নিয়ে চলি। আমাদের কাছে ক্ষমতা মানে নিজের ভাগ্য বদল নয়। ক্ষমতাই মানে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমাদেরকে এটা জাতির পিতা শেখিয়ে দিয়ে গেছেন।’ খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘একজন স্মৃতিসৌধে গিয়েছিলেন, কিন্তু তার মুখে হাসি ছিল না। হাসি আসবে কোথায় থেকে? তার প্রাণের লোকদের একে একে ফাঁসি হচ্ছে। তার মুখে হাসি থাকে যখন তিনি মানুষ হত্যা করতে পারেন।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে তাদের নিয়ত থাকে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দারিদ্য দেখিয়ে ভিক্ষা করা। তাদের (বিএনপি) কাছে ক্ষমতায় মানে নিজেদের সম্পদশালী করা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। বাংলাদেশ আর কারো কাছে হাত পেতে চলবে না। আমরা কারো কাছে মাথা নত করে থাকবে না। কারণ, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবে না।’ তিনি আরো বলেন, ‘মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হলেও ষড়যন্ত্র থেমে নেই। ৭১-এর পরাজিত দোসরা থেমে নেই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে।’ ‘বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়েছিলেন দলকে সুসংগঠিত করার জন্য। যেখানে সাধারণত আমাদের দেশের মানুষ মন্ত্রিত্বের জন্য দল ছাড়েন।’ উল্লেখ করে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিকে মুক্তির দিকে নিয়ে গেছেন। ৬৬ সালের ছয় দফা ছিলো বাঙালির মুক্তির সনদ। ছয় দফা দাবি আদায় করতে গিয়েও আমাদের অনেক রক্ত দিতে হয়েছে।’

1 সপ্তাহ আগে
footer small logo

ড. মাহফুজুর রহমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক

ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ 01767404822

সোশ্যাল মিডিয়া

linkedin logoyoutube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo