এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি মির্জা আব্বাস

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি মির্জা আব্বাস

বাংলাদেশ
বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে তার একান্ত সহকারী আসিফ সোহান জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাতে হঠাৎ উনার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তখন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘মির্জা আব্বাসকে সিসিইউতে রাখা হয়েছে। উনার অবস্থা এখন আগের চেয়ে একটু ভালো।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে এই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *