লিওনেল মেসি চলে যাওয়ার পর দলের সবচেয়ে বড় ভরসার নাম এখন আনসু ফাতি। কোচ বিদায় ও পারফরম্যান্সের অবনতিতে বাজে অবস্থার মধ্যে দিয়ে যাওয়া বার্সেলোনার জন্য ত্রানকর্তা হলেন তিনিই। তার একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লীগে ডায়নামো কিয়েভেরে বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লীগের এবারের মৌসুমে তাদের প্রথম জয়টিও ছিল ডায়নামো কিয়েভের বিপক্ষে, এটি প্রতিযোগিতায় দ্বিতীয়। সব মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে বার্সা। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়য়েকানোর বিপক্ষে হারের পর চাকরি হারান তখনকার কোচ রোনাল্ড কোম্যান।
এদিন অন্য ম্যাচে রবার্তো লেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকাকে। ‘ই’ গ্রুপ বায়ার্ন মিউনিখ চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বার্সেলোনা সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বেনফিকা ৪ ও ডায়নামো কিয়েভ ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।