ভারত শাসিত জম্মু-কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনা।
ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছে নওসেরা-সুন্দরবনি সেক্টরে শনিবার ওই বিস্ফোরণ হয়।
আনন্দবাজার জানায়, ওই এলাকায় টহল দেওয়ার সময় এই বিস্ফোরণে ঘটনা ঘটে। নিহত দুই সেনাকর্মীর মধ্যে একজন লেফটেন্যান্ট আর অন্যজন সেনা জওয়ান।
স্থানীয় এক পুলিশকর্তা জানিয়েছেন, আহত তিন সেনাসদস্যকে দ্রুত সেনা হাসপাতালে নেওয়া হয়। তাদের দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বিস্ফোরণের ঘটনাটি যে এলাকায় ঘটেছে, সেখানে গত তিন সপ্তাহ ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
জম্মুর এক সেনা মুখপাত্র জানান, শনিবার সেনাবাহিনীর দলটি নিয়মমাফিক টহলদারির কাজে বেরিয়েছিল। দুর্ঘটনাবশত ল্যান্ডমাইনে পা দেওয়ায় বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের একজন লেফটেন্যান্ট ঋষি কুমার। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। অন্য জন সেনা জওয়ান মনজিৎ সিংহ পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা।
প্রসঙ্গত, পুঞ্চে গা-ঢাকা দেওয়া স্বাধীনতাকামী যোদ্ধাদের খোঁজে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে এখন পর্যন্ত সাফল্য আসেনি। দীর্ঘ এই অভিযানে স্বাধীনতাকামীদের গুলিতে নিহত হয়েছেন দুই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সহ নয় সেনাসদস্য।