গ্রেফতার হওয়া কথিত ‘মডেলদের সঙ্গে সম্পর্ক’ ফাঁসের ভয়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই এই ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছে।
পুলিশের কাছে তারা জানতে চাচ্ছে- আমরা কী বাড়িতে থাকব? আমি বললাম কেন? তারা বলছে, আমাকে তো ওমুক মিডিয়া থেকে ফোন করে বলেছে পরীমনি নাকি রিমান্ডে আমার নাম বলেছে! অথবা পিয়াসা আমার নাম বলেছে!
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।