যুক্তরাষ্ট্রে আবারো করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। গতকাল সে দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৭০৬ জন এবং মারা গেছে ৭৫০ জন।
গত ছয় মাসে এই প্রথম এই সংখ্যক দৈনিক সংক্রমণে আবারো শঙ্কিত যুক্তরাষ্ট্র। সে দেশে মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন এবং মারা গেছে ছয় লাখ ৩২ হাজার ৬৪১ জন।
গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণ বৃদ্ধির লক্ষণ স্পষ্ট। নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সে দেশে। এর আগে ঘোষণা করা হয়েছিল, করোনা টিকার দুই ডোজ নেওয়া হলে আর মাস্ক পরার প্রয়োজন নেই।
কিন্তু পরে নিজেদের সিদ্ধান্ত থেকেই পিছু হটেছে বাইডেন প্রশাসন। নতুন করে এই সংক্রমণ বৃদ্ধির জন্য করোনার ডেল্টা ভেরিয়েন্টকে দায়ী করছে মার্কিন প্রশাসন। কিন্তু একই সঙ্গে তাদের সাবধান-বার্তা, ডেল্টাতেই ভয়ের শেষ নয়।
যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্লোরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজিয়ানা, আলাবামা, মিসিসিপি। ফ্লোরিডায় শিশুদের মধ্যে করোনা সংক্রমণ মারাত্মক বেড়েছে। গত সপ্তাহে দিনে যুক্তরাষ্ট্রে গড় দৈনিক সংক্রমণ ছিল ৯৫ হাজার। গত বুধবার দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়ায়।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার।