পূর্ব লাদাখের গোগরা এলাকায় দুদেশের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করা সেনা প্রত্যাহার করে নিয়েছে দুই প্রতিবেশী চীন ও ভারত। চুক্তি অনুসারে সেখানকার অস্থায়ী অবকাঠামোও সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর বরাতে দ্য প্রিন্ট ও এনডিটিভি এমন খবর দিয়েছে। বুধ ও বৃহস্পতিবার সেনাসহ অবকাঠামো সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়েছে।
ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি অনুসারে দুই পক্ষই পর্যায়ক্রমে অগ্রসর বাহিনীকে সরিয়ে নিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশীর মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই বড় সফলতা এসেছে।
মুখোমুখি সংঘাতের ১৫ মাস সীমান্তে দুই দেশের সেনারা তাদের স্থায়ী ঘাঁটিতে চলে গেছে। সীমান্তের পরিস্থিতি এখন অচলাবস্থা পূর্ববর্তী সময়ের মতো অবস্থায় চলে গেছে।