শক্তিশালী ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে স্থান করে নিয়েছে আর্জেন্টিনা। আর সেমিফাইনালে তারা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। রোববার (৪ জুলাই) সকালে ৩-০ গোলে ইকুয়েডরকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে খেলছিল আর্জেন্টিনা। ১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তার নেওয়া শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়। এরপর ২২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট প্রতিহত হয় গোলবারে লেগে।
দুটি গোল করিয়েছেন মেসি। কিন্তু নিজে গোল করবেন না, তা কী করে হয়? তাই ফুটবল বিধাতা যেন সুযোগ করে দিলেন মেসিকেও। ম্যাচের একেবারে শেষদিকে ইকুয়েডরের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই শট থেকেই দুর্দান্ত গোল করেন মেসি।
ইকুয়েডরের বিপক্ষে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।