শক্তিশালী চিলিকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে। দুই দলের মুখোমুখী লড়াইয়ে শুক্রবার (২৫ জুন) প্যারাগুয়ে জিতেছে ২-০ গোলে। আগের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। তারও আগে বলিভিয়াকে দিয়েছিল ৩-১ গোলে হারের স্বাদ।
ফিফা রেংকিংয়ে প্যারাগুয়ের তুলনায় অনেক এগিয়ে চিলি। আর্তুরো ভিদালদের সমন্বয়ে গঠিত দলটি রয়েছে ১৯তম স্থানে। যেখানে প্যারাগুয়ের অবস্থান ৩৫ নম্বরে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলেও মুখোমুখী দেখায় প্যারাগুয়ের বিপক্ষে পাত্তা পায়নি ভিদাল বাহিনী।
প্যারাগুয়ের জয়ের নায়ক মিগুয়েল আলমিরন। একটি অ্যাসিস্টসহ ম্যাচে একটি গোলও করেছেন তিনি। ৩৩তম মিনিটে তার পাস থেকে বল পেয়েই লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার ব্রাইয়ান সামুদিও। বিরতির পর পেনাল্টি থেকে প্যারাগুয়ের হয়ে আরেকটি গোল করেন আলমিরন।
এ জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট প্যারাগুয়ের। আগেই কোয়ার্টার ফাইনাল মিশ্চিত করা চিলির ৪ ম্যাচে পয়েন্ট ৫। চিলি ‘এ’ গ্রূপের পয়েন্ট টেবিলের তিনে ও প্যারাগুয়ে দুই নম্বরে রয়েছে।