খর্বশক্তি নিয়েও প্রত্যাশা ছিল ভালো খেলার, একটি পয়েন্ট পাওয়ার আনন্দে বিশ্বকাপ আর এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের অভিযান শেষ করার। কিন্তু দুটোর কোনোটিই হয়নি।
ফিফা র্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা ওমান সেই সুযোগটাই দেয়নি। তাদের দাপুটে পারফরম্যান্সের সামনে কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে খুঁজেই পাওয়া যায়নি জামাল-বিপলুহীন বাংলাদেশকে। মাঠ ছাড়তে হয়েছে ৩-০ গোলের হার নিয়ে। এর আগে দুই দলের প্রথম সাক্ষাতে ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ২২ মিনিটে মোহাম্মদ আল ঘাফরির গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্ডারদের আপ্রাণ চেষ্টা আর ভাগ্যের জোরে ওই এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জেমি ডের দল।
দ্বিতীয়ার্ধেও সেই চেষ্টা অব্যাহত ছিল। এরপরও হারের ব্যবধান ছোট রাখা যায়নি। এই অর্ধে খালিদ আল হাজরির পায়ে আরও গোল আদায় করে নেয় ওমান। হতাশায় ডুবে বাংলাদেশ। আট ম্যাচে ছয় হার আর দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকেই বাছাইপর্ব শেষ করল জেমির শিষ্যরা।