বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল গেল আগস্টে।ক্যানসারে আক্রান্ত হওয়ার দুমাস পর প্রথম এই প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেতা। প্রথমবার নিজের ক্যানসার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই অভিনেতা ক্যানসার জয় করে ফেরার কথা জানিয়েছেন।সম্প্রতি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের স্যালোঁতে চুল কাটতে গিয়েছিলেন সঞ্জয়। সেলুনটির প্রমোশনাল এক ভিডিও বার্তার একপর্যায়ে কপালে দাগ দেখিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘যদি তোমরা এই দাগ দেখতে পাও জেনে রাখো এইশুটিংয়ে ফেরা প্রসঙ্গে ভিডিও বার্তায় সঞ্জয় দত্ত আরো বলেন, ‘কেজিএফ সিনেমার জন্য এই দাড়ি রাখছি। নভেম্বরেই শ্যুটিং শুরু হচ্ছে। সেটে ফিরতে পারলে দারুণ ব্যাপার হবে। আগামীকাল সামসেরার ডাবিং রয়েছে।’
ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্তের হাতে আছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘সামসেরা’, ‘ভুজ- দ্যা প্রাইড অফ ইন্ডিয়া’, ‘পৃথ্বীরাজ’ এবং ‘তোরবাজে’ সিনেমার কাজ। দাগ সাম্প্রতিককালের। তবে এসবকে হারাব তাড়াতাড়ি। ক্যানসারকেও জয় করে ফিরে আসব।’