লকডাউন বাড়লো আরো ৫ দিন, প্রজ্ঞাপন জারি

নাটোরের দুই পৌর এলাকায় সাত দিনের লকডাউন ঘোষণা

বাংলাদেশ
আগামিকাল বুধবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনের জন্য নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকায় সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার মধ্যরাতে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে জরুরী ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রায় আড়াই ঘন্টাব্যাপী রুদ্ধশ্বাস সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর অন্য তিনটি আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর ফলে ওষুধসহ জরুরী সেবা সার্ভিস ব্যাতিত সকল কিছু বন্ধ থাকবে। এ সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় নাটোর জেলায় সংক্রমনের হার ছিল ৬৭ শতাংশ। এর মধ্যে পৌর এলাকায় আক্রান্তের হার সর্বাধিক। করোনা ভাইরাসে আক্রান্ত জেলায় এ পর্যন্ত ২৮ জন মৃত্যুবরণ করেছেন। সদর হাসপাতালে ৩১টা করোনা বেড রয়েছে। রোগী ভর্তি আছে ৩৯ জন।

সভায় সকলের মতামতের ভিত্তিতে নাটোর ও সিংড়া পৌর সভায় ১৫ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউনের সিদ্ধাস্ত নেয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *