নতুন করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপ কুমারের। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে এদিন তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত মুম্বইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ বছরের কিংবদন্তি। এর আগে মেডিক্যাল চেক-আপের জন্য মে মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। বয়সের সঙ্গে সঙ্গে কমেছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই করোনা আবহে গত বছর মার্চ থেকেই কার্যত আইসোলেশনে কাটিয়েছেন দিলীপ কুমার। সঙ্গে ছিলেন সায়রা বানুও।